উম্মে কুলসুম মৌ,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ-
যুব সমাজের নিজস্ব অর্থায়নে পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন "চলো পাশে দাঁড়াই"-এর ২০২৩-২০২৪ সালের এক বছর মেয়াদে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেয়া হয় গত ২০ ই এপ্রিল,তরুণ সমাজের উদ্যোগে মহান চেতনাকে সামনে রেখে শুরু করা হয় এই মানবিক সংগঠনটি বীরগঞ্জ উপজেলার ৪ নং পাল্টাপুর ইউনিয়ন এর অন্তর্গত 1 নং ওয়ার্ডের খামার মধুবনপুর এলাকায়।অত্র এলাকায় অধিকাংশ মানুষ দারিদ্র্যসীমায় বসবাস করে এবং শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রেও অনেকাংশে পিছিয়ে।যোগাযোগ ব্যবস্থাও নয় তেমন উন্নত।নিজ গ্রামের এমন পরিস্থিতির উন্নতির কথা চিন্তা করে কিছু সচেতন যুবক মিলে এই সংগঠন চালু করে ২০২২ সালের ২০ ই এপ্রিল থেকে।মাত্র এক বছরের মধ্যে তারা অনেক সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে।"চলো পাশে দাঁড়াই"-সংগঠনের কেন্দ্রীয় সভাপতি হলেন জনাব মোঃ নুর ইসলাম নূর এবং সাধারণ সম্পাদক মোঃ ওয়ারেশ আলী।তারা বিগত এক বছর ধরে বিভিন্ন অসহায় ও দুঃস্থ মানুষের পাশে থাকা,বিভিন্ন বিষয়ে সহযোগিতা করা ও জরুরি মুহূর্তে মানুষকে রক্ত সরবরাহ করাসহ বিভিন্ন প্রকার উন্নয়নমূলক কাজ করে চলেছে।উক্ত সংগঠন গ্রামবাসীর নিকট অতি অল্প সময়ে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে।প্রচার সম্পাদক মোঃ সেলিম রেজা জানান,গত ২১ এপ্রিল সোমবার বিকেলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে "চলো পাশে দাঁড়াই"-সংগঠনের এর পক্ষ থেকে খামার মধুবনপুর এলাকায় ৩০ জন অসহায় পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।সে সময় উপস্থিত ছিলেন দপ্তর সম্পাদক মোঃ সিফাত ইসলাম সেলিম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহীন রোজা ও সভাপতি মোঃ সাইফুল ইসলাম ও অন্যান্য সদস্য বৃন্দসহ তিনি নিজেও।গতবারের মতো এবারও তারা বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেন শুভেচ্ছা সামগ্রী।গ্রামবাসীর ভালোবাসা ও দোয়ায় গর্বের সাথে এগিয়ে চলেছে "চলো পাশে দাঁড়াই"-সংগঠন।