উম্মে কুলসুম মৌ,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ-
শনিবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭ টায় দিনাজপুর জেলার কয়েক জায়গায় শুরু হয়েছে প্রচন্ড বেগে ঝড়ো হাওয়া।এতে কৃষকদের মেহনতের ফসল নষ্ট হয়ে যায় ফলে তাদের জীবনে নেমে এসেছে অশনিসংকেত।দিনাজপুর জেলার প্রায় সকল স্থানেই সকাল থেকে দমকা হাওয়া ও কিছুটা মেঘলা আকাশ পরিলক্ষিত হয়।এদিকে আবহাওয়া অধিদপ্তর ঘোষণা দিয়েছে যে ৬০ কিঃমিঃ বেগে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে ১৩ অঞ্চলে।শনিবার (২৯ এপ্রিল) রাত ১ টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।এতে বলা হয়, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আগামী তিনদিনের আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানান,”এ সময়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।”
Leave a Reply