সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
আসামরাজ্যের শিলচরের সংবাদপত্র প্রতিষ্ঠান ও বৈদ্যুতিক মিডিয়ায় কর্মরত সকল সাংবাদিক ও বিভিন্ন দায়িত্বে থাকা কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে শিলচর প্রেসক্লাব। শনিবার শিলচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শংকর দে এক বিবৃতিতে জানিয়েছেন, শনিবার ভোর রাতে শিলচরের মেহেরপুর বটের তল এলাকায় ২টি দৈনিক পত্রিকার মুদ্রণ বিভাগের ২ কর্মী জওহর রায় টিকন ও মিঠুন দাসকে দুর্বৃত্তরা আক্রমণ করে যেভাবে তাঁদের কাছ থেকে মোবাইল টাকা সহ বিভিন্ন সামগ্রী ছিনিয়ে নিয়ে যায়, সেটা অত্যন্ত উদ্বেগ এবং গভীর আশঙ্কার বিষয়। সেই সময় পেছনে থাকা অন্য সংবাদ কর্মীরা এক দুবৃর্ত্তকে ধরতে সক্ষম হওয়ার পরে পুলিশ কয়েকজনকে আটক করে। সাংবাদিক ও অন্য কর্মীদের রাতে পেশাগত দায়িত্ব পালন করতে হয়। এই পরিস্থিতিতে সকলেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই পরিস্থিতিতে সর্বত্র পুলিশ টহলদারি জোড়দার করার দাবি জানিয়েছে শিলচর প্রেসক্লাব। দুবৃর্ত্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহনের পাশাপাশি পুলিশ প্রশাসনকে সাংবাদিক সহ নাগরিক জীবনে যথাযথ নিরাপত্তা ও আস্থার পরিবেশ গড়ে তুলতে হবে। শিলচর প্রেসক্লাবের পক্ষ থেকে এই জোরালো দাবি জানিয়েছেন।
Leave a Reply