উম্মে কুলসুম মৌ,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ-
আজ রবিবার (৩০ এপ্রিল) থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা-২০২৩।তথ্য সূত্রে জানা গেছে এবারের পরীক্ষায় মোট ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।তন্মধ্যে ১০ লাখ ২১ হাজার ১৯৭ জন ছাত্র ও ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন ছাত্রী।দিনাজপুর জেলার বীরগঞ্জ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের বাইরে অপেক্ষমান অভিবাকগণ জানায় পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগেই কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে সকল পরীক্ষার্থীদের।ভেতরে ঢুকতে দেওয়া হয়নি তাদের সাথে কাউকেই।ফলে তাদের জমায়েত হতে দেখা যায় বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে।বাইরে লাগানো ব্যানারে সুস্পষ্ট ভাষায় লেখা আছে-১৪৪ ধারা চলমান।তারা আরও জানায় পরীক্ষা শুরুর মূহুর্তেই ২০০ গজ দূরে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।ছাত্র ছাত্রীদের পরীক্ষাকক্ষে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ রয়েছে।তবে কেন্দ্র সচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে কারোর মুঠোফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে।যদিও দিনাজপুর জেলার বাকী সব সেন্টারগুলোতে কিছুটা ছাড় রাখা হয়েছে।অন্যদিকে সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের উদ্দেশ্য গত বুধবার থেকে সব কোচিং বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।সে কারণেই আগামী ২৩ মে পর্যন্ত বন্ধ থাকবে অন্যান্য জেলার ন্যায় দিনাজপুর জেলার সব কোচিং সেন্টারগুলো।তথ্য মোতােবেক ৯টি সাধারণ ধারার শিক্ষা বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয় মোট ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন।তাদের মধ্যে ছাত্র রয়েছে ৭ লাখ ৭৯ হাজার ৮৭০ জন এবং ছাত্রী ৮ লাখ ৬৯ হাজার ৪০৫ জন।মোট ১৭ হাজার ৭৮৬টি স্কুল থেকে এসব শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।তারা মোট ২ হাজার ২৪৪টি কেন্দ্র থেকে এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিয়েছে।আর দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ৯৫ হাজার ১২১ জন পরীক্ষার্থী।এদের মধ্যে ছাত্র রয়েছে ১ লাখ ৪৩ হাজার ৯৯৩ জন আর ছাত্রী ১ লাখ ৫১ হাজার ১২৮ জন।এবার ৯ হাজার ৮৫টি মাদরাসা থেকে পরীক্ষার্থীরা দাখিল পরীক্ষায় অংশ নিয়েছে।সর্বমোট ৭১৬টি কেন্দ্রে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।এ বছর দিনাজপুর বোর্ড থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে ২ লাখ ১ হাজার ৮০২ জন পরীক্ষার্থী।তাদের মধ্যে ছাত্র রয়েছে ১ লাখ ১ হাজার ৫৯৮ জন আর ছাত্রী ৯৯ হাজার ৭৬ জন।
Leave a Reply