উম্মে কুলসুম মৌ,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ-
দেশের অন্যান্য জেলার ন্যায় দিনাজপুর জেলায় সাড়ম্বরে পালিত হলো মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস।এ উপলক্ষে গত ৩০ এপ্রিল (রবিবার) দিনাজপুর জেলার প্রতিটি উপজেলায় মাইকিং করে সকল শ্রমিকদের উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে মে দিবস পালন এবং অর্ধদিবস কর্মবিরতি রাখার আহ্বান জানানো হয়।এবারের প্রতিপাদ্য বিষয় হলো,”শ্রমিক-মালিক ঐক্য গড়ি,স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি।পহেলা মে (সোমবার) সকাল ৬ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত শহরের ব্যস্ততম সড়কগুলোতে যান চলাচল খুব কম দেখা যায়।শুধুমাত্র জরুরি প্রয়োজনে মানুষকে ভ্যান,সাইকেল ও মোটরসাইকেল যোগে যাতায়াত করতে দেখা যায় এবং দেখা যায় কিছু জরুরি পরিবহনও।নজরে পড়েনা রোজকার গাড়ি চলাচলের অতিশয় ব্যস্ত চালচিত্র।
মহান মে দিবস উপলক্ষে বিভিন্ন শ্রমিক কল্যাণ সংগঠনগুলো করে নানা আয়োজন।এসব আয়োজনের মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন,শ্রমিক র্যালী,কালো ব্যাচ ধারণ,আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল ইত্যাদি।সকাল সাড়ে ৯টায় দিনাজপুর জেলা প্রশাসন ও আঞ্চলিক শ্রম দপ্তরের যৌথ আয়োজনে ও বিভিন্ন শ্রমিক সংগঠনের অংশগ্রহণে দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।র্যালি শেষে সকাল ১০টায় দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শ্রমিক দিবসের উপর বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।তিনি বলেন,”বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন শোষিত,বঞ্চিত ও শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করেছেন।বঙ্গবন্ধু সর্বপ্রথম শ্রমিকদের কল্যাণ,ন্যায্য অধিকার ও মজুরি নিশ্চিত করেছেন,শ্রমিকদের কল্যাণে বঙ্গবন্ধুই সর্বপ্রথম ১৯৭৩ সালে বাংলাদেশে ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠা করেন।”
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ,জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা,সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইমদাদ সরকার।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর আঞ্চলিক শ্রম দপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল বাসার।
এই অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মমিনুল করিম, দিনাজপুর কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাব্যবস্থাপক মোঃ মাহফুজুর রহমান, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ ফজলে রাব্বি,জেলা আওয়ামীলীগের শ্রম সম্পাদক আমজাদ আলী আহমেদ,জাতীয় শ্রমিক লীগ দিনাজপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দীন,পৌর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. শামীম আলম সরকার বাবু প্রমূখ।তারা আলোচনায় পুঙ্খানুপুঙ্খভাবে মহান মে দিবসের তাৎপর্য ও ইতিহাস তুলে ধরেন।১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের আন্দোলনকে কেন্দ্র করে সারাবিশ্বের শ্রমিকদের নিজ নিজ অধিকার নিয়ে গর্জে ওঠার দরুন বর্তমানে ৮ ঘন্টা কাজকে আদর্শ কর্মঘণ্টা হিসেবে ধরা হয়।”দুনিয়ার মজদুর এক হও”-এই স্লোগানে একতাবদ্ধ ও সচেতনতামূলক ভাষ্যে উজ্জীবিত দিনাজপুরের শ্রমিক সংগঠনগুলো।আগামীর জন্য প্রত্যাশা শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার ও উন্নয়ন।
Leave a Reply