সুজন চক্রবর্তী, আসাম ( ভারত)প্রতিনিধিঃ-
কয়েকদিন আগেই ছত্তিশগড়ে মাওবাদীদের হামলায় শহিদ হয়েছেন ১০ জওয়ান। এবার তার পাল্টা দিল মহারাষ্ট্র পুলিশ। রবিবার গভীর রাতে পুলিশের গুলিতে নিকেশ হল মাওবাদী। নিহতদের মধ্যে একজন কমান্ডার পর্যায়ের নেতা বলেই জানা গেছে। এনকাউন্টারের পরে এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। মহারাষ্ট্রের গাডচিরোলি জেলার পুলিশ সুপার নীলোৎপল সাংবাদিকদের জানিয়েছেন, বিশেষ সূত্র মারফত মাওবাদীদের গতিবিধির কথা জানা যায়। নকশালদের মধ্যে পেরিমিলি ও আহেরি গোষ্ঠীর সদস্যরা জঙ্গলের মধ্যে শিবির করেছিল বলে খবর পায় পুলিশ। তারপরেই দুটি বিশেষ দল জঙ্গলের মধ্যে তল্লাশি অভিযান শুরু করে। পুলিশি অভিযানের সময়েই গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। আত্মরক্ষার্থেই পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। গুলির লড়াইয়েই তিন মাওবাদীর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। প্রাথমিকভাবে জানা যায়। পেরিমিলি গোষ্ঠীর কমান্ডার বিটলু মাদাভির মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি ও মার্চের একাধিক নাশকতার মূল অভিযুক্ত ছিল সে। এনকাউন্টারে নিকেশ হয়েছে আরও দুই জঙ্গি। আপাতত মাওবাদীদের খোঁজে এলাকা ঘিরে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
উল্লেখ্য, দিন চারেক আগে ছত্তিশগড়ে মাওবাদী দমন অভিযান সেরে ফেরার পথে ভয়াবহ বিস্ফোরণে মৃত্যু হয় ১০ জওয়ান সহ ১১ জনের। জানা যায়, অন্তত ১০ গুণ শক্তিশালী বিস্ফোরক রেখেছিল মাওবাদীরা। ধ্বংস হয়ে যায় গাড়িটি। এই ঘটনার কয়েকদিনের মধ্যেই পাল্টা আঘাতের মুখে পড়ল মাওবাদীরা।