আরিফ মিয়া,স্টাফ রিপোর্টারঃ-
প্রায় ৫ কোটি টাকা মূল্যের মাদক ধ্বংস করা হয়েছে নারায়ণগঞ্জে আদালতপাড়ায়। ধ্বংসকৃত মাদক একাধিক মাদক মামলার আলামত।
এ সব মাদকের মধ্যে হিরোইন ও ইয়াবা, ফেনসিডিল আর বিদেশী মদ।
মঙ্গলবার বিকেলে আদালত প্রাঙ্গন এলাকায় বিভিন্ন মামলায় উদ্ধারকৃত মাদক ধ্বংস করা হয়।
নারায়গঞ্জের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বদিউজ্জামানের এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলম, শামসাদ বেগম, শামসুর রহমান ও মোনালিসা সনি।
আদালত পুলিশের পরির্দশক আসাদুজ্জামান জানান, নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানার ৪১ টি মামলার আলামত (মাদক) ধ্বংস করা হয়েছে। যার মধ্যে রয়েছে ১ কেজি ৫৬৮ গ্রাম ও ৩৮৪ পুড়িয়া হিরোইন, ৬৯ হাজার ৮১৮ পিস ইয়াবা ট্যাবলেট, এক হাজার ৪৭ টি ফেনসিডিল, ৯৫৬ ক্যান বিয়ার, একশত দুই লিটার বিদেশী মদ। এসব মাদকের আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা।
Leave a Reply