আরিফ খান শুভ, স্টাফ রিপোর্টারঃ-
কালাপাহাড়িয়ায় মাডার ও সংঘর্ষের মামলায় ওয়ারেন্ট ভুক্ত পলাতক ৪ আসামী গ্রেফতার। উল্লেখ যে কালাপাহাড়িয়ায় চাঁদা না পেয়ে সোহেল মেম্বারের উপর সন্ত্রাসী হামলা, নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ঝাউকান্দী গ্রামের ইউপি সদস্য আব্দুল করিম মেম্বারের ছেলে সোহেল মেম্বারের গ্রামবাসীর নিকট চাঁদা দাবী করে আসছিলো মধ্যারচর গ্রামের জসিম উদ্দিন জসু বাহিনীর জনি,জসু,সাইফুল,সজিব ,কিন্তু চাঁদা দিতে অস্বীকার প্রকাশ করায় জসুব বাহিনীর জনি,জসু,সাইফুল,সজিব ও তার সহযোগিরা মিলে মেম্বারের উপর হামলা চালায়। উল্লেখ্য যে , জনি,জসু,সাইফুল,সজিব ঝাউকান্দীগ্রামের জনসাধারণের কাছে ও নৌকা ঘাঁটে মাদক ব্যবসায়ী ও মাঝিদের অনেকদিন যাবত চাঁদা দাবি করে আসছিলো বলে জানা যায় ! পরে সোহেল মেম্বার বাঁধা দিলে সোহেল মেম্বারের কাছেও চাঁদা দাবি করেন চাঁদা দিতে অস্বীকার জানালে ! ২মার্চ বিকেলবেলা আড়াইহাজার থেকে ঝাউকান্দী বাড়িতে আসার সময় মধ্যারচর নৌকাঘাটে উৎপেতে থাকা জসু বাহিনীর জসু পিতা বাতেন ,জনি পিতা মৃত বাবুল ও সাইফুল পিতা-মৃত বাবুল ,সজীব পিতা শওকত সোহেল মেম্বারের উপরে সন্ত্রাসী দল হামলা চালায় দেশিও অস্ত্র ও রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে,সাথে থাকা পাঁচলক্ষ টাকা নিয়ে যায় বলে দাবি তার ভাই রোবেল সরকারের পরে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে আহত গুরুত্বপূর্ণ হওয়াতে ঢাকা মেডিকেল কলেজ রেফায়েড করা হয়। এবিষয়ে আড়াইহাজার থানার অভিযোগ দায়ের করেন সোহেল মেম্বার কালাপাহাড়িয়ার পুলিশ ফাঁড়ির ইন্চার্জ জানান,আজ রাতে গোপন তথ্যানুসারে অভিযান চালায় ফাঁড়ির পুলিশ রাতে তাদের গ্রেফতার করে সাথে ইয়াবা সহ গ্রেফতার করেছে বলে জানান ফাঁড়ির ইন্চার্জ তাদের আড়াইহাজার থানায় প্রেরণ করা হয়েছে
Leave a Reply