সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
অগ্নিগর্ভ মণিপুর রাজ্যের সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখতে কর্ণাটকের নির্বাচনী প্রচার অভিযান বাতিল করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আদিবাসীদের মিছিল ঘিরে তুমুল সংঘর্ষ চলছে মণিপুরে। এহেন পরিস্থিতিতে ইতিমধ্যেই একাধিকবার মণিপুর মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর কাছে ফোনে কথা বলেছেন অমিত শাহ। নানা পর্যায়ের আধিকারিকদের সঙ্গে একাধিক বৈঠক ও সেরেছেন। মণিপুরের পরিস্থিতি নিয়ন্ত্রণের কারণেই কর্ণাটকের সমস্ত কর্মসূচি বাতিল করেন তিনি। অপরদিকে উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হন মণিপুরের প্রাক্তন মন্ত্রী তথা বিজেপির বিধায়ক ভুংজাগিন ভালতে। বুধবার রাত থেকেই ব্যাপক অশান্তি শুরু হয়েছে মণিপুরে। বহু এলাকায় হাতাহাতি, মারধর, দোকানপাট ভাঙ্চুর, গাড়িতে আগুন লাগানোর মতো ঘটনা ঘটে। রাজ্যের ৮ টি জেলায় কারফিউ জারি হয়েছে। আগামী ৫ দিনের জন্য সমগ্র মণিপুরে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়। পরিস্থিতি সামাল দিতে ভারতীয় সেনা ও র্যাফ মোতায়েন করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেখা মাত্র গুলি চালানোর নির্দেশ দেয় মণিপুর সরকার। সূত্র মারফত জানা গেছে, কর্ণাটকে নির্বাচনী প্রচার করবেন না অমিত শাহ।
Leave a Reply