আঃ হামিদ,মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের মধুপুরে জৈবিক উপায়ে বিষমুক্ত সবজি চাষ নিয়ে কৃষকদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আয়োজনে মধুপুর উপজেলার কুড়াগাছা ব্লকে উপকার ভোগী কৃষকদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মধুপুর উপজেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে শনিবার সকালে কুড়াগাছা গ্রামে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন মধুপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন রাসেল।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুবুল হক পাটোয়ারী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম সচিব মোহাম্মদ এনামুল হক,উপসচিব সুষমা সুলতানা, প্রকল্প পরিচালক মোহাম্মদ জিয়াউর রহমান,। কৃষকদের মাঝে বক্তব্য রাখেন কৃষক আলমগীর হোসেন ও কম্পোস্ট চাষী জেসমিন আক্তার প্রমুখ।
এর আগে কুড়াগাছা গ্রামের বিষমুক্ত সবজি ফসলের মাঠ, কৃষি মডেল গ্রামের বিভিন্ন কম্পোনেন্ট পরিদর্শন করেন।
মতবিনিময় সভায় কৃষি বিভাগের কর্মকর্তা, কর্মচারী, কৃষক, কৃষাণীসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সন্চালনা করেন উপজেলা অতিরিক্ত কৃ্ষিকর্মকর্তা শাকুরা নাম্নী।