আরিফ খান শুভ,স্টাফ রিপোর্টারঃ-
নারায়ণগঞ্জের আড়াইহাজারের একটি নাশকতার মামলায় বিএনপির নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদসহ ১০ বিএনপি নেতার জামিন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। একই সাথে ৩০ নেতাকর্মীর জামিন মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (৮ মে) দুপুরে জেলা ও দায়রা জজ আসসামস
জগলুল হোসেনের আদালতে উচ্চ আদালতের জামিন
বহালের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করেন।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের
ইন্সেপেক্টর আসাদুজ্জামান জানান, তার জামিনের
আবেদন নামঞ্জুর করে আদালত তাকে কারাগারে
পাঠানোর নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে তিনিসহ ১০
জনকে কারাগারে পাঠানোর নির্দেশ ও ৩০ জনের
জামিন মঞ্জুর করেছেন আদালত। জানা যায়, বিএনপির পদযাত্রা কর্মসূচিতে আড়াইহাজারের পাঁচরুখী এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা
নাশকতার মামলায় আসামি ছিলেন তিনিসহ এই ৪০
জন। তারা উচ্চ আদালতের আগাম জামিনে ছিলেন।
উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষ হলে জেলা ও
দায়রা জজ আদালতে জামিন বহালের আবেদন করেন তিনিসহ নেতাকর্মীরা। সোমবার জামিনের আদেশ
দেওয়ার নির্ধারিত তারিখে আদালত এ আদেশ দেন।
Leave a Reply