সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ-
বাড়ির ছাদে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ – ২১ বিমান। সঙ্গে সঙ্গে মৃত্যু হল ওই বাড়ির ৩ সদস্যের। আপাতত সুস্থ থাকলেও সামান্য আহত হয়েছেন বিমানের পাইলট। ভারতের রাজস্থানের এই ঘটনায় ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে বায়ুসেনার আরেকটি কপ্টার। সোমবার সকালে রুটিন ট্রেনিংয়ের জন্য সুরাটগড় থেকে রওনা দিয়েছিল মিগ-২১ বিমানটি। বেশ খানিকটা ওড়ার পরে বিমানটি আচমকাই রাজস্থানের হনুমানগড়ে ভেঙে পড়ে মিগ- ২১। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় মহিলার। ঘটনার খানিকক্ষন পরেই আহত ১ ব্যক্তি ও মারা যান। যদিও সুস্থ রয়েছেন মিগ বিমানের থাকা পাইলট। সূত্র প্রকাশ, বিমান নিয়ে ওড়ার সঙ্গে সঙ্গেই যান্ত্রিক ক্রটি লক্ষ্য করেন পাইলট। কিন্তু সমস্যা মেটানোর আগেই বাড়ির ছাদে ভেঙে পড়ে বিমানটি। বায়ুসেনার তরফে আরেকটি হেলিকপ্টার পাঠানো হয়েছে ঘটনাস্থলে। বর্তমানে জোরকদমে উদ্ধার কাজ চলছে। কি করে এহেন দুর্ঘটনা ঘটল, তার তদন্ত শুরু করেছে বায়ু সেনা। উল্লেখ্য, এর আগেই একাধিবার মিগ বিমান ভেঙে পড়ার আগেও একাধিকবার মিগ বিমান ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ২০২৫ সালের মধ্যেই সমস্ত মিগ বিমান বাতিল করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বায়ুসেনা কর্তৃপক্ষ।
Leave a Reply