মোঃ সোহেল কবির,স্টাফ রিপোর্টঃ-
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট আজমত উল্লা খান।
১২ লক্ষ ভোটারের দেশের সর্ববৃহৎ এই নগরীর নির্বাচন ঘিরে উত্তেজনা এখন তুঙ্গে।
গাজীপুর সিটি নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে সংগঠিত হচ্ছে আওয়ামী লীগ। নির্বাচনকে সামনে রেখে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী
অ্যাডভোকেট আজমত উল্লা খান নৌকা প্রতীককে বিজয় করতে মহানগর আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংগঠিত করার লক্ষ্যে বিভিন্ন ওয়ার্ডে আওয়ামী লীগ নেতা কর্মীরা সংগঠিত হচ্ছেন।
তারই ধারাবাহিকতায়, ৫১নং ওয়ার্ডে আওয়ামী লীগ নৌকা সমর্থীত ৫নং কেন্দ্র উদ্বোধন করা হয়।
উদ্ভোধনী অনুষ্টানে বক্তরা বলেন, এ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। গাজীপুরের নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়ার জন্য আমাদের সবার ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। নির্বাচন সুষ্ঠু ও আবাদ করতে গেলে বিশাল কর্মিবাহিনী দরকার। তাই আমরা গাজীপুরের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ করে এই নির্বাচনে জয়লাভ করতে চাই। ভোটের মধ্য দিয়ে জয়লাভ করতে চাই।
কেউ যেন সন্ত্রাস, অগ্নিসংযোগ ও আগুন সন্ত্রাসের মধ্য দিয়ে নির্বাচনে বাধার সৃষ্টি করতে না পারে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,
ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সচিব মোঃ জাকির হোসেন, যুগ্ন আহবায়ক মাসুম বিল্লাহ বিপ্লব, সাবেক টঙ্গী থানার ছাত্রলীগের সাধারণ সম্পাদক কবির হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ সদস্য হাজী আব্দুল মালেক, আওয়ামী লীগের সদস্য নবীন হোসেন, সদস্য জয়নাল হাজী, মোঃ কামাল হোসেন, সামান উদ্দিন মোল্লা, ৫ নং কেন্দ্র আহবায়ক মজিবুর রহমান, সদস্য সচিব মোহাম্মদ ইয়াকুব মন্ডল, ৫নং নং কেন্দ্রের যুগ্ন আহ্বায়ক মমিন মিয়া, যুগ্ন আহ্বায়ক জালাল মাহমুদ টুটুল, যুগ্ন আহ্বায়ক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।