নিজস্ব প্রতিবেদকঃ-
নওগাঁর ধামইরহাটে দৈনিক মাতৃজগত পত্রিকার শাখা অফিস উদ্বোধন ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
গত (৭ মে) রবিবার বিকেল ০৫.০০ ঘটিকায় নওগাঁর ধামইরহাট উপজেলা পরিষদ হলরুমে মোঃ রাশেদুজ্জামান (রাশেদ) এর সভাপতিত্বে জমকালো আয়োজনের মধ্য দিয়ে দৈনিক মাতৃজগত পত্রিকার ধামইরহাট শাখা অফিস উদ্বোধন ও পত্রিকাটির বিভিন্ন জেলা উপজেলা হইতে আগত প্রতিনিধিদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক ও বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন এর চেয়ারম্যান, বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি খান সেলিম রহমান, প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আপনারা সাংবাদিক জাতির বিবেক সবসময় সত্য সঠিক বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে দেশ ও জাতিকে উপহার দিবেন।
সবসময় নিরপেক্ষ সংবাদ লিখবেন কখনোই কোনো পক্ষ পাতিত্য ও অন্যায়ের কাছে মাথানত করবেননা।
আমি সবসময় সাংবাদিকদের সুখেদুখে পাশে আছি থাকবো,শুধু আমাদের পত্রিকা ও সাংবাদিক সংগঠনের সদস্য নয়, যেকোনো প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক অবৈধভাবে হামলা মামলার শিকার হলে, আমি তাকে সার্বিকভাবে সহোযোগিতা করবো।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মোঃ শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ ধামইরহাট উপজেলা শাখা, প্রধান আলোচক তার বক্তব্যে বলেন আপনারা সাংবাদিক সমাজের দর্পণ সঠিক তথ্য সাপেক্ষে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে জাতিকে উপহার দিবেন, বর্তমান সরকার কারো কণ্ঠ রোধ করেনা,আপনারা আপনাদের কলমের মাধ্যমে বর্তমান সরকারের উন্নয়নের চিত্র বিশ্বের দরবারে পৌঁছে দিবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরপুর প্রেসক্লাবের সভাপতি এম এন জামান কামাল,ধামইরহাট মডেল প্রেসক্লাবের সভাপতি অরিন্দম মাহমুদ, ধামইরহাট থানার অফিসার ইনচার্জ ওসি মোজাম্মেল হক কাজী, ১ নং ধামইরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ টিম এম বদিউল আলম,জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা'র বার্তা সম্পাদক ও বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও বগুড়া জেলা শাখার সভাপতি মোঃ মাহিদুল হাসান সরকার ,বাংলাদেশ ক্রাইম সাংবাদিক সংগঠন নওগাঁ জেলা শাখার সভাপতি ইফতেখারুল (হিরা), দৈনিক মাতৃজগত পত্রিকা'র ভ্রাম্যমাণ প্রতিনিধি মোঃ শাহাদৎ হোসেন,দৈনিক মাতৃজগত পত্রিকা'র বগুড়া জেলা প্রতিনিধি মোঃ রাকিবুল ইসলাম রাকিব, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি কাজী এগ্রো টেলিভিশন এর স্টাফ রিপোর্টার মুহম্মদ মতিন খন্দকার, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার ক্রাইম রিপোর্টার শাহাদাত হোসেন, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ সোহেল, এম টিভির স্টাফ রিপোর্টার সেলিম আহমেদ তপু, কাজী সামিউল আরিফসহ প্রমূখ।
সার্বিক সহোযোগিতায় ছিলেন মোঃ শহিদুল ইসলাম।
সঞ্চালনায় ছিলেন মোঃ মাহাবুব আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন দৈনিক মাতৃজগত পত্রিকা'র বিভিন্ন জেলা উপজেলা হইতে আগত সাংবাদিক ও স্থানীয় প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।
এ সময় দৈনিক মাতৃজগত সম্পাদক খান সেলিম রহমান, মোঃ শহিদুল ইসলাম কে শাখা অফিস পরিচালনার দায়িত্ব প্রদান করেন।