সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
ধীরে ধীরে ক্রমশ ছন্দে ফিরছে ভারতের অশান্ত মণিপুর রাজ্য। পরিস্থিতি উপর নজর রেখেছে সেনাবাহিনী। বেশকিছু জায়গায় কার্ফু শিথিল করা হচ্ছে। মণিপুর রাজ্যের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং সাংবাদিকদের জানিয়েছেন, গত ৩ ই মে থেকে চলা সংঘর্ষে রাজ্যে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৩১ জন। মণিপুর জুড়ে অন্তত ১ হাজার ৭ শত বাড়িঘর পুড়েছে। যদিও শেষ ২৪ ঘন্টায় নতুন করে সংঘর্ষ বা গোলমালের কোনও খবর নেই। স্বাভাবিক হচ্ছে মণিপুর রাজ্য। রাজ্যের ১১টি জেলাতেই প্রয়োজন মতো কার্ফু শিথিল করা হয়েছে মঙ্গলবার থেকে। নতুন করে গোলমালের খবর নেই। পুরো পরিস্থিতির উপর তীক্ষ্ম দৃষ্টি রাখছেন সেনাবাহিনী। রাজ্য প্রশাসনের এক কর্তা সাংবাদিকদের জানান, রাজ্যের পরিস্থিতি উন্নতি হচ্ছে। গত ২৪ ঘন্টায় নতুন করে গোলমাল হয়নি। তাই পশ্চিম ইম্ফল এবং পূর্ব ইম্ফলে ভোর ৫ টা থেকে ৪ ঘন্টার জন্য কার্ফু শিথিল করা হয়েছে। অন্য ৯ টি জেলাতে ও এভাবেই দফায় দফায় কার্ফু শিথিল করা হচ্ছে। সরকারি সূত্রে প্রকাশ, রাজ্যের ২৩ হাজারের ও বেশি মানুষ হিংসায় সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাঁদের সেনাছাউনিতে এনে রাখা হয়েছে। একাধিক শিবির ও চালাচ্ছে সরকার। রাজ্যের পরিস্থিতি স্বাভাবিকের পথে। কিন্তু বিমানবন্দরে এখনও মানুষের ভিড়। সূত্রে প্রকাশ, এখনও অন্তত ২ হাজার মানুষ মণিপুর ছাড়তে চেয়েও পারছেন না। আটকে পড়া মানুষের মধ্যে রয়েছেন অনেক রোগী ও। ইম্ফল বিমানবন্দরে হাতে স্যালাইনের নল, ক্যাথিটার নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে বহু রোগীকে। তাঁরা সকলেই মণিপুর ছেড়ে নিরাপদ কোনও জায়গায় যেতে চাইছেন অসুস্থ শরীরে কিন্তু বিমান পরিবহণ না থাকায় সেই আশা পূরণ হচ্ছে না।
Leave a Reply