সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
সিঁধ কেটে আসামরাজ্যের শিলচর সেন্ট্রাল জেল থেকে পালিয়েছে খুনের দায়ে যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত দুই আসামী। বৃহস্পতিবার সকালে রুটিন হাজিরার সময় ধরা পড়ে হিফজুর রহমান ও দীপ নুনিয়া অনুপস্থিত। খোঁজ নিয়ে জানা যায়, পাচিলের তলায় সিঁধ কেটে পালিয়েছে এরা। বিষয়টি জানাজানি হতেই আসামের বরাক উপত্যকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেন্ট্রাল জেলে ছুটে আসেন কাছাড় জেলাশাসক রোহন কুমার ঝা ও পুলিশ সুপার নোমল কুমার মাহাত্তা। পুলিশ সুপার সাংবাদিকদের জানান, বন্দিদের খুঁজে বার করতে সব ধরনের চেষ্টা চলছে। কার কি ধরনের গাফিলতির জন্য এমন ঘটনা ঘটল, সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। এই দুই কায়েদির পালিয়ে যাওয়ার ঘটনা সামনে আসতেই শিলচর সেন্ট্রাল জেল প্রশাসনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠতে শুরু হয়েছে।
Leave a Reply