সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
বাল্যবিবাহ প্রতিরোধে আরও শক্ত অবস্থান নিচ্ছে আসাম সরকার। রাজ্যে আরও ৫ টি পাসকো আদালত তৈরি করা হবে। এ কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা। তিনি বলেন, সরকার বাল্যবিবাহ প্রতিরোধ সংকল্পবদ্ধ। বাল্যবিবাহ প্রতিরোধে যে পাসকো আইন রয়েছে সেটার প্রয়োগ আরো সুষ্ঠুভাবে করতে চায় সরকার। এ লক্ষ্যকে সামনে রেখে রাজ্যে এ ধরনের আদালতের সংখ্যা বাড়ানো হবে। রাজ্যের ৫ টি জায়গায় এই আদালত খোলা হবে। যাতে বাল্যবিবাহ সংক্রান্ত মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি করা যায়। মুখ্যমন্ত্রী বলেন এটা একটা মানবতা বিরোধী অপরাধ। সরকার কোনভাবেই এই প্রথাকে স্বীকৃতি দেবে না। দেখা গেছে বাল্যবিবাহ অনেক নাবালিকা প্রসূতির মৃত্যুর কারণ হয়েছে। অমানবিক কাজ সরকার প্রতিরোধ করতে চায়। এ ধরণের মামলায় যাতে আইনি প্রক্রিয়ায় রায় পেতে বিলম্ব না হয় তাই নতুন করে আরোও ৫ টি আদালত তৈরি করার আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে।
Leave a Reply