উম্মে কুলসুম মৌ,বীরগঞ্জ দিনাজপুরঃ-
দিনাজপুরের লিচু বাগানগুলোতো লিচু পাকার হালকা রঙ এসেছে,তবে এ বছর লিচুর ফলন অনেক কম বলে জানিয়েছে লিচু কৃষকরা।তাদের মতে বৈরি আবহাওয়ার কারণে লিচুর ফলন এত কম।গতবছর প্রচুর লিচু ধরেছিলো তাই এ বছর লিচু ধরেছেও কম।তারপর ফুল আসার পর থেকে শুরু হয়েছে প্রতিকূল আবহাওয়া।সাধারণত লিচু ফুলের পরাগায়নের সময় তাপমাত্রা কম থাকা অত্যাবশ্যক।কিন্তু এবারে শীতের শেষে হঠাৎ গরম শুরু হয়েছে।সেই সাথে টানা কয়েকদিন ভোরে কুয়াশাও পড়েছে।ফলে পরাগায়ন ক্ষতিগ্রস্ত হয়েছে মারাত্মকভাবে।আবার খরা হওয়ার কারণে বৃষ্টির অভাবে গুটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।দিনাজপুর জেলায় সাড়ে পাঁচ হাজার হেক্টর জমিতে প্রায় তিন হাজার লিচু বাগান রয়েছে।এখানে বোম্বাই,মাদ্রাজি,চায়না-থ্রি লিচু উৎপাদিত হয় বেশি পরিমাণে।এর মধ্যে মাদ্রাজি ও চায়না-থ্রি লিচুর ফলন কিছুটা ভালো হলেও অতিরিক্ত তাপপ্রবাহ ও অনাবৃষ্টির জন্য বোম্বাই লিচু ঝরে পড়েছে বেশি।এরপর বৃষ্টি হলে লিচুতে দাগ ও পোকা সংক্রমণও দেখা দেয়।
দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার এক লিচু ব্যবসায়ী মফিজুর ইসলাম জানান,এ বছর তার ইজারা নেওয়া বাগানে লিচুর ফুল কম এসেছে।এরপর রুক্ষ আবহাওয়ার কারণে লিচু ঝরে পড়েছে।গত বছরের তুলনায় অর্ধেক লিচুও পাবেনা বলে তিনি আশংকা করেন কারণ এ বছর গাছে লিচুর থেকে পাতার সংখ্যা অনেক বেশি।এখন তারা লিচু গাছের পরিচর্যা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাগানে।লিচু গাছের গোড়ায় বাঁশের খুঁটি লাগানো,পানি সেচ দেওয়া,ভিটামিন স্প্রে ও পরিমাণমতো কীটনাশক প্রয়োগসহ সবরকম যত্ন নিয়মিত করে যাচ্ছেন।আশানুরূপ ফলন না হওয়ায় এই বছর লিচুর দাম বেশি পেলে তারা লাভবান হতে পারবে বলে তাদের ধারণা।