উম্মে কুলসুম মৌ,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ-
চাইলে আপনিও হতে পারেন একটি সিনেমার অংশীদার। বাংলা চলচ্চিত্র এখনও পক্ষ-বিপক্ষের মায়াজালে বন্দি। তবুও এই চলচ্চিত্রে আবার রঙ্গিন দিন ফিরিয়ে আনার যুদ্ধে নেমেছেন অনেক তরুন নির্মাতা। তাদেরই একজন কাশেম শিকদার। অসংখ্য শর্টফিল্ম ও ডকুমেন্টারী ফিল্ম নির্মান এবং বিভিন্ন দেশের ফিল্ম ফেস্টিভালে প্রসংশিত হবার পর এবার ক্যারিয়ারের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘‘নিদান’’ নির্মানের মধ্য দিয়ে এ যুদ্ধে নাম লিখিয়েছেন তিনি। তবে তিনি একা নন। কাশেম শিকদার তার সিনেমা নির্মানের যুদ্ধে সারথি হিসেবে বেছে নিয়েছেন গণ-মানুষকেই। গণ-মানুষের অর্থায়নেই নির্মান হবে নিদান। চাইলে আপনিও হতে পারেন এই সিনেমার একজন অংশীদার। কিনতে পারেন একটি শেয়ার। প্রতিটি শেয়ারের মূল্য ৫ হাজার টাকা। ইতিমধ্যে অনেকেই তার আহ্বানে সাড়া দিয়ে পাশে দাঁড়িয়েছেন। আপনিও শেয়ার কিনতে যোগাযোগ করতে পারেন নির্মাতার সাথে। ই-মেইল :kashemsikder09@gmail.com,মোবাইল : +৮৮০১৭৩৪০৯৮৫৮২
Leave a Reply