সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
ভারতের ত্রিপুরারাজ্যের কোনাবন- হরিহরদোলা সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে পাচারের পথে ২ টি বাইক সহ ১ জন বাংলাদেশি চোরকে পাকড়াও করল সিপাহীজলা জেলার মধুপুর থানার পুলিশ। শনিবার কাকডাকা ভোরে এই রুট দিয়ে বাংলাদেশে পাচারের পথে নম্বরবিহীন ২ টি বাইক সহ এক চোর ধরা পড়লেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানা গেছে। আটককৃত বাংলাদেশি চোরের নাম কামাল হোসেন। তার বাড়ি বাংলাদেশের কসবায়। এ ঘটনার খবর পেয়ে তদন্তে নামেন অতিরিক্ত পুলিশ সুপার মানবেন্দ্র চৌধুরী সহ অন্যান্য আধিকারিকরা। পরে চোরকে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে বাইক চুরির বিভিন্ন যন্ত্রপাতি উদ্ধার করা হয়। এনিয়ে পুলিশ সাংবাদিকদের জানান, উদ্ধারকৃত বাইক ২টি কিছুদিন আগে আগরতলা থেকে চুরি হয়। পরে চোরের দল বাইক ২টির নম্বর প্লেইট খুলে ফেলে। বতর্মানে ধৃত বাংলাদেশি চোরকে মধুপুর থানায় আটক করে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে ত্রিপুরা পুলিশ বাহিনী।
Leave a Reply