উম্মে কুলসুম মৌ
আজ মন ভালো নেই তার কারণে,
আজ মেঘ জমেছে অসহায় বারণে!
মনের সাথে হলো না মনের দেখা,
চন্দ্রিমা ছাড়া তারারা একা একা!
বৃষ্টিহীন আকাশে অন্যায় আবদারে,
কেউ নেই বলে তোলপাড় আষাঢ়ে!
চোখে আসে ফোঁটা জল নীরবে,
অপূরণ আশায় নির্দল করে সবে!
অল্প আবদারে খুলে না সে আঁখি,
আমি রাত হয়ে তার পাশে জাগি!
এই পশরা এই ভরসা যায় টুটে টুটে,
খেয়ালী তারই কাছে যাই ছুটে ছুটে!
আজ মন ভালো নেই তার কারণে,
আজ মেঘ জমেছে অসহায় বারণে!
Leave a Reply