বিনোদন প্রতিবেদকঃ বাংলাদেশের সব চেয়ে জনপ্রিয় সংগঠন কলরব এর অফিসিয়াল ইউটিউব চ্যানেল হলি টিউনে আসছে শিল্পী আবু সাঈদের দারুন গায়কীতে ‘আরবের ফুল’ গজল। এই গজলে মুল চরিত্রে দারুন অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেতা সাগর রেইন। আরো অভিনয় করেছে ১০৩ দেশ চ্যাম্পিয়ন কারী নাজমুস সাকিব ও আব্দুল্লাহ মামুন ছাড়াও অনেকে।
কলরব এর বর্তমান নির্বাহী পরিচালক মোহাম্মদ বদরুজ্জামান উজ্জ্বল এই গজলটি নিয়ে বেশ আশাবাদী। তিনি আশা করছেন অডিও ভিডিও মিলিয়ে দর্শক এ গজলটি দারুন পছন্দ করবে। নবী প্রেমের দারুন এ গজল আরবের ফুল নির্মান করেছেন পরিচালক জালাল আহমেদ। তিনি বলেন, হলি টিউন বরাবরই চেস্টায় থাকে কোয়ালিটিফুল কাজ এবং সুস্থ সংস্কৃতি জেনো দেশের প্রতিটি মানুষের মাঝে পৌছে যায়। আর এ কারনেই হলি টিউন দেশের পাশাপাশি এখন বহির্বিশ্বের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। বর্তমানে হলিটিউনের ইউটিউব চ্যানেলে ৭০ লক্ষের অধিক মেম্বার রয়েছে।
Leave a Reply