সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
আরও ৩০০ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিলেন আসাম মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা। রবিবার একটি জনসভায় তিনি বলেন, আসাদউদ্দিন ওয়েইসিকে জানানো দরকার যে,আগামী দিনে আসামে আরও ৩০০ টি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। রবিবার তেলেঙ্গানার নির্বাচনী প্রচারে একটি জনসভায় বক্তৃতা দেন আসামের মুখ্যমন্ত্রী। সেখানেই বলেন, “আসামে লাভ জিহাদ বন্ধ করতে আমরা কাজ করছি। আমি মুখ্যমন্ত্রী হওয়ার পরে আসামে ৬০০ টি মাদ্রাসা বন্ধ করেছি। ওয়েইসিকে জানিয়ে রাখতে চাই, এই বছরেই আরও ৩০০ টি মাদ্রাসা বন্ধ করে দেব। কারণ আমি চাই সমস্ত মাদ্রাসা বন্ধ হয়ে যাক। তার পরিবর্তে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় তৈরি হবে।” এই বক্তৃতায় অভিন্ন দেওয়ানি বিধির প্রসঙ্গ ও উল্লেখ করেছেন হিমন্ত। তিনি বলেন, ‘ ভারতের কিছু মানুষ মনে করেন তাঁরা ৪ জন মহিলাকে বিয়ে করতে পারেন। কিন্তু সেদিন এবার শেষ হতে চলেছে। বহু বিবাহ বন্ধ করে দেওয়া হবে। খুব তাড়াতাড়ি অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হতে চলেছে। তারপরেই প্রকৃত অর্থে ভারত একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হয়ে উঠবে।” উল্লেখ্য, কয়েকদিন আগেই আসাম মুখ্যমন্ত্রী জানিয়ে ছিলেন। তাঁর রাজ্যে বহুবিবাহকে আইনগত নিষিদ্ধ করা হবে। এ বিষয়ে আইনি পরামর্শ নিতে বিশেষজ্ঞের কমিটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বহুবিবাহ নিষিদ্ধ করার বিষয়ে রাজ্যের স্বাধীনতা আছে কি না খতিয়ে দেখা হবে। পাশাপাশি মুসলিম ব্যক্তিগত আইন ( শরিয়ত) আইন খতিয়ে দেখবেন তাঁরা। মুখ্যমন্ত্রী হিমন্ত আরও জানান, এই বিষয়ে সব পক্ষের সঙ্গে কথা বলবেন বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। আইনজ্ঞদের সঙ্গে ও কথা বলা হবে।
Leave a Reply