সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
চাকরি যাবে ভুঁড়িওয়ালা পুলিশের। সাবধান করে দিল আসাম সরকার। পুলিশের চাকরিতে ফিট থাকা জরুরি। চোর- ডাকাত ধরতে প্রয়োজন হয় দৌড়ঝাঁপের। অভিযোগ, চাকরি পাওয়ার কয়েক বছর পরে অনেকেই মুটিয়ে যান। তাঁদের জন্য কঠিন নিয়ম আনল মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মা সরকার। রাজ্যের পুলিশ কর্মীদের বডি- মাস ইনডেক্স রেকর্ড রাখা হবে এবার থেকে, বয়স এবং উচ্চতার নিরিখে পুলিশ কর্মীদের ওজনের রেকর্ড রাখা হবে এবার থেকে, বয়স এবং উচ্চতার নিরিখে পুলিশ কর্মীদের ওজনের রেকর্ড রাখা হবে। পুলিশ কর্মীরা রোগা হচ্ছেন, নাকি মোটা তা খতিয়ে দেখা হবে নিয়মিত। এরপর প্রয়োজন মতো ধরানো হবে অবসরের চিঠি। আসাম পুলিশের ডিজিপি জ্ঞানেন্দ্র প্রতাপ সিং জানিয়েছেন, মুখ্যমন্ত্রী ডঃ হিমন্তবিশ্ব শর্মার নির্দেশে এই সিদ্ধান্ত হয়েছে। ওজন কমাতে আগামী নভেম্বর অবধি সময় দেওয়া হচ্ছে পুলিশ কর্মীদের। আইপিএসদের উপরে ও এক নিয়ম লাগু। না হলে সময় মতো উপযুক্ত ব্যবস্থা হবে। এ বিষয়ে টুইট করে বিস্তারিত জানিয়েছেন আসামের ডিজিপি। বলা হয়েছে, যদি দেখা যায় কোনও পুলিশকর্মী বা আইপিএস আধিকারিক স্থূলতায় ভুগছেন , ফিট হতে তিনমাস সময় দেওয়া হবে তাঁকে। তিনমাস পর বিএমআই রেকর্ড সংগ্রহ করা হবে। যাঁদের ওজন অত্যাধিক বেশি, বাড়তি তিনমাস সময় পাবেন তাঁরা। এরপর ও যদি ফিট না হন, স্বেচ্ছাবসর নিতে হবে। ডিজিপি টুইট করেছেন, ” আসামের মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজ্য পুলিশের সদর দপ্তর বিএমআই রেকর্ড রাখার সিদ্ধান্ত নিয়েছে। যাঁদের বিএমআই ৩০ এর উর্ধ্বে, স্থূলতার আওতায় পড়েন, নভেম্বরের শেষ পর্যন্ত তাঁদের বাড়তি তিনমাস দেওয়া হবে ওজন কমাতে। তারপর স্বেচ্ছাবসরের প্রস্তাব দেওয়া হবে। তবে থাইরয়েড বা অন্য কোনও সমস্যা থাকলে এই নিয়ম লাগু হবে না। ১৬ ই আগস্ট থেকে পুলিশকর্মী এবং আইপিএসদের বিএমআই সংগ্রহ শুরু হবে।
Leave a Reply