সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ-
ফের ভারতের আসামরাজ্যে ঘুষকান্ড। এবার ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার হলেন এক মহিলা কর্মচারী। মঙ্গলবার আসামের শোনিতপুর জেলাশাসকের কার্যালয়ে অভিযান পরিচালনা করেন নগরের দুর্নীতি দমন শাখা ( এসিবি)। ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়েন ববি খান শইকিয়া নামে এক মহিলা কর্মচারী।
জানা যায়, এদিন জমির সার্টিফিকেট দেওয়ার নামে ঘুষ নেন ববি খান শইকিয়া।
Leave a Reply