সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
ভারতের আসামরাজ্যের নলবাড়িতে এক মহিলার মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ঘটনাটি প্রকাশ্যে আসে। নিহতের নাম শামসিয়া বেগম। নিহতের স্বামী মঞ্জুরুল আলম ও তার শাশুড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ উঠেছে। তিনি নলবাড়ির প্রাক্তন উপ- পুরপতি ছিলেন। জানা যায়, মঙ্গলবার সকালে নিহতের স্বামী মঞ্জরুল আলমের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক সময় ঝগড়া ভয়ানক রুপ নেয়। স্বামীর প্রহারে মৃত্যু ঘটে স্ত্রীর। নলবাড়ির প্রাক্তন উপ-পুরপতি মঞ্জুরুল আলম ও নলবাড়ি জেলার বিজেপির নগর মহিলা মোর্চার সভাপতি শামসিয়া বেগমের মধ্যে প্রায়ই ঝগড়া হয়। স্থানীয়দের অভিযোগ, শামসিয়ার স্বামী মঞ্জুরুল আলম অন্য এক মহিলার সঙ্গে পরকীয়া ছিল। মঞ্জুরুল মাদকসেবন করেন। এনিয়ে বিবাদ প্রায়ই হয়ে থাকে। স্ত্রীকে হত্যার পর নলবাড়ি সদর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী মঞ্জুরুল আলম। নিহতের মা মঞ্জুরুল আলমকে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগ থাকলেও পুলিশি তদন্তে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। পুলিশ বতর্মানে ঘটনার তদন্ত করছে।
Leave a Reply