সুজন চক্রবর্তী, আসাম( ভারত) প্রতিনিধিঃ-
ভারতের পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের এগরা বিস্ফোরণ কান্ডে গ্রেফতার ২ জন। ধৃতদের বিরুদ্ধে বারুদ মজুতের অভিযোগ রয়েছে। এমনকি পুলিশের উপর হামলা চালানোর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। বাজি কারখানার মালিক কৃষ্ণপদ বাগ এখনও পলাতক। ইতিমধ্যে তার খোঁজে ওড়িশায় পৌঁছে পূর্ব মেদিনীপুর পুলিশের টিম। মোবাইলের টাওয়ার লোকেশন দেখে কৃষ্ণপদ বাগের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশবাহিনী। এগরার খাদিকুল গ্রামের বাজি কারখানায় মৃত্যু হয়েছে ৯ জনের। আহত হয়েছে আরও ৪ জন। তাঁদের মধ্যে ২ জন কলকাতার এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। এ ব্যাপারে তদন্তে নেমেছে সিআইডি। ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক টিম, ডগ স্কোয়াড। এর মধ্যেই ২ জনকে গ্রেফতার করেছে জেলাপুলিশ। এদিকে রাজ্যের তরফে বাজি কারখানার মালিক কৃষ্ণপদ বাগ ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে বিশেষ এফআইআর করেছে রাজ্য। মঙ্গলবার রাত থেকে চিরুনী তল্লাশি চালাচ্ছে পুলিশ। সেই সময় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের নাম দেবসুন্দর জানা ও তপন দেবনাথ। অভিযোগ, তাঁরা কারখানায় বারুদ মজুত করত। বিস্ফোরণের পর পুলিশের বিরুদ্ধে হামলার অভিযোগ রয়েছে। আরও ৪ জনকে আটক করে জেরা করা হচ্ছে। মূল পান্ডা কৃষ্ণপদ বাগ পলাতক। সম্ভবত ওড়িশায় গা ঢাকা দিয়েছে তিনি। এদিকে আইসিকে শোকজ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী।
Leave a Reply