ফিরোজ হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ-
নওগাঁর বদলগাছীতে সারা দেশের ন্যায় বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রর্তাবর্তন দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ ডাকবাংলোতে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বলুর সভাপতিত্বে বঙ্গবন্ধু কন্যা আওয়ামী লীগের সভাপতি ও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩তম স্বদেশ প্রর্তাবর্তন দিবস পালন করা হয়। বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু বলেন,৪২ বছর আগে আজকের এই দিনে দেশে ফেরেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে তাঁর দেশে ফেরার এই দিনটিতে (১৯৮১ সালের ১৭ মে) লাখো মানুষ তাঁকে স্বাগত জানান। স্বদেশপ্রর্ত্যাবর্তন উপলক্ষ্যে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবিতে মালা প্রদান, বিশেষ মোনাজাত ও দোয়া করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, বদলগাছী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাকলাইন সুবেল, সাংগঠনিক সম্পাদক শ্রী ভগিরত কুমার,প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম তৌফিক মান্নান পলাশ,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক বাবর আলী, সদস্য মাহবুব আলম জামিল,বদলগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসন,উপজেলা যুবলীগের সভাপতি ইমামুল আল হাসান তিতু, সাধারণ সম্পাদক জনি আলম,যুগ্ম সাধারণ সম্পাদক হুসাইন মোহাম্মদ খালেদ অরেঞ্জ বজলুর রশিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল করিম সুজন, যুবলীগের প্রচার সম্পাদক রাজু আহমেদ শ্যামল,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু শাহিন,সাধারণ সম্পাদক সুব্রত,
কৃষকলীগের সভাপতি সানাউল হক হিরো, সম্পাদক আবু বক্কর সিদ্দিক,বদলগাছী যুব মহিলা লীগের সভাপতি মমতাজ বেগম,বদলগাছী উপজেলা ছাত্রলীগের সভাপতি সুমন হোসেন, সাধারণ সম্পাদক জাহিদ হোসেন,বঙ্গবন্ধু সরকারি মহাবিদ্যালয় শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি সালমান, সাধারণ সম্পাদক সাখোয়াত হোসেন প্রমুখ
Leave a Reply