ফিরোজ হোসেন, বদলগাছী (নওগাঁ) প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি নেতা আবু সাইদ চাঁদ কর্তৃক স্থানীয় বিএনপির আয়োজনে রাজশাহীর একটি জনসভায় বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে ২২ মে সকাল ১১টায় একটি বিক্ষোভ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সমাবেশে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা ডাকবাংলো চত্বরে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. আবু খালেদ বুলুর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বদলগাছী- মহাদেবপুর ৪৮ নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার, বিশেষ অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব, এবং নওগাঁ জেলা শাখা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য সৌরেন্দ্র নাথ চক্রবর্তী (সৌরেন), উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান কিশোর, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইনামুল আল হাসান তিতু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শ্রীঃ ভগীরথ কুমার মন্ডল, প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক মান্নান পলাশ, গোলাম সাকলাইন সুবেল, মুনিরুল ইসলাম সাজু, জনি আলোম, কৃষক লীগের সভাপতি সানাউল ইসলাম হিরো প্রমুখ বক্তব্য রাখেন।
উক্ত বিক্ষোভ সমাবেশে আইন শৃঙ্খলা রক্ষায় বদলগাছী থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিয়ার রহমান ও তার সঙ্গীয় ফোর্সসহ প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দাতাকে অবিলম্বে গ্রেপ্তার পূর্বক আইনের আওতায় আনার জোর দাবি জানান।