মামুনুর রশীদ, মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ-
আগামী ২৭ মে ‘২৩, শনিবার, সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠে উলামা পরিষদ বাংলাদেশ কর্তৃক খতমে নবুওয়াত সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলন সফল করার লক্ষ্যে আজ বাদ মাগরিব, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র মুহতারাম সভাপতি হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলীর সাথে মতবিনিময় করেন উলামা পরিষদের নেতৃবৃন্দ।
মতবিনিময়কালে হযরত মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী সম্মেলনের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে তা সফলের লক্ষ্যে পূর্ণ সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এসময় মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী বলেন, খতমে নবুওয়াত আন্দোলন চলমান একটি আন্দোলন। আমাদের সিলসিলার বুযুর্গগণ এই আন্দোলনে নিজেদের রক্ত বিলিয়ে দিয়েছিলেন। মিথ্যা নবুওয়াতের দাবিদারের বিরুদ্ধে বলিষ্ঠ আন্দোলন বজায় রাখা সকল মুমিনের ঈমানি দায়িত্ব।
তিনি আরো বলেন, লা-মাযহাবী, আহলে কুরআন ও মিথ্যা নবুওতের দাবিদার কাদিয়ানি এরা সকলেই বাতিল ফিরকা। তারা এদেশে বিদেশীদের এজেন্ট হয়ে কাজ করছে। শুধু দ্বীন ইসলামের জন্য জন্য নয়, দেশের স্বার্বভৌমত্বের জন্যও তারা হুমকি স্বরুপ। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো সকল মুসলমানের ঈমানী দায়িত্ব।
এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ’র সহ সভাপতি অধ্যক্ষ মাওলানা সরওয়ারে জাহান, মাওলানা আবু জাফর মুহাম্মদ নুমান, মহাসচিব মাওলানা একেএম মনোওর আলী, সাংগঠনিক সম্পাদক ড. মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, উলামা পরিষদ বাংলাদেশের সভাপতি (ভারপ্রাপ্ত) হাফিয মাওলানা মহসিন আহমদ শায়খে কৌড়িয়া, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ, উলামা পরিষদ বাংলাদেশের সহ সভাপতি মাওলানা মুসতাক আহমদ খান, তালামীযে ইসলামিয়ার সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন, আল ইসলাহ’র সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শেহাব উদ্দিন আলীপুরী, মাওলানা আজির উদ্দিন পাশা, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা বেলাল আহমদ, তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম মনোয়ার হোসেন, আল ইসলাহ’র অফিস সম্পাদক মাওলানা আতাউর রহমান, সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান, মাওলানা জইন উদ্দিন, তালামীযে ইসলামিয়ার সহ অফিস সম্পাদক মারুফ আহমদ, উলামা পরিষদ বাংলাদেশের সহ প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আহমদ কবির, তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলা সভাপতি কুতুব আল ফরহাদ, সিলেট পূর্ব জেলা সভাপতি মুহাম্মদ জিল্লুর রহমান, উলামা পরিষদ বাংলাদেশের সদস্য মাওলানা রশিদ আহমদ, মাওলানা মমসাদ আহমদ ও নোমানী চৌধুরী প্রমুখ।
Leave a Reply