কলমে -জান্নাতুল আরেফ চৌধুরী (মিথিলা)
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
পরাজিত মেঘে বিন্দু, বিন্দু ,কনার মতো ছিটানো থাকে কষ্টের নিঃশ্বাস??
দেহের প্রাচীরে ঝুলানো থাকে দুঃস্বপ্নের তাবিজ!!
দীর্ঘশ্বাস দহনে বসত করে কষ্ট আর অবহেলা ?? স্বপ্নগুলোকে, দুঃস্বপ্নে পুষে রাখি সঙ্গিহীন পাখির খাঁচায়!!
আহত অবহেলিত মনটা কাঁধে ভর করে, গেয়ে যায় দুঃস্বপ্নের গান??
স্বপ্নরা চেয়ে দেখে কষ্টের কালো রাত!!
নিষ্প্রাণ ঢেউয়ের নদী! একদিন, স্বপ্ন আর দুঃস্বপ্নরা হেঁটেছিল সমান্তরাল??
ছলনা রঙে আকাশ হয়ে গেয়েছিলো রংহীন শ্রাবণ!!
কষ্টে কোলবালিশে নিঃশ্বাস, আমার এখনও একলা বিকেল; একাকী রাত!!
কল্পিত মেঘে, এখনো চাষ করি কষ্ট অবহেলার দীর্ঘশ্বাস। একলা নির ঘুম চোখে...!!!