রাজলক্ষ্মী মৌসুমীঃ-
সবুজ তুমি বলো আমি শুনি -----
বেলাশেষে বুঝলাম৷ হুম তারপর কি বলো?
অকাজে জীবন গেলো। সাজানো বাগান সবি অসার। একাকীত্বই যখন আমার সুখের বাসর।
বুঝলাম নাম কুড়ানোর জন্য কিছুই করা হলো না।
বেলাশেষে কেবল আমার সাথী হলো শুধুই মনের দারিদ্র্যতা, বুঝিয়ে দিলো আমার চাহিদা বোধহয় ছিলোনা কোনদিন।
যেদিন গেছে আর কী আসবে কখনও?
কথা দিয়েও কথা রাখেনি কেউ।
অবশেষে বুঝলাম এই বেলা শেষে।
জ্যোতি কি কম ছিলো চোখে?
হয়তো তাই দেখেও দেখিনি আমার চারপাশ।
ক্ষতি যখন করেছো সবটুকু কেনো নয়?
ঈশ্বর তোমায় সাধুবাদ জানাই দিয়েছো অনেক
কিন্তু নিতেও জানিনা, তাই পারিনি নিতে।
বেশতো ভালোই হলো ছলনার ধূম্র জালে আছি বেশ।
চৈতন্যবোধ কি আর আসবে কখনও? অবশেষে বোধ হলো সব ভান্ডার শূন্য আমার।
রেখেছি কেবল সযতনে কষ্ট ও দুঃখ দুই ভাইকে।
ওরা আমার ভান করা ঘুম ভাঙ্গায়, ওরাই আমার দুঃখ কষ্টের বন্ধ দুয়ার বার বার খুলে দিতে চায়।
অবশেষে বুঝলাম -----
নিছক মায়া জালে ক্ষণে ক্ষণে অনুভব করি।
দিলাম কতটুকু আর পেয়েছি কতটুকু।
বেলা শেষে বুঝলাম আমার যত তোমরা শব্দটি
আছে এখানেই আমার ভরাডুবি।
রঙিন প্রচ্ছদে মোড়ানো কথাগুলো কেউ কি চোখ বুলাবে কখনও?
সময় তাড়া করে বেড়ায় শয়তানের পিছু পিছু।
তাইতো এলোমেলো সবকিছু।
শুভ্র মেঘের আড়ালে প্রায়শই সূর্য আমার সাথে খেলা করে।
অবশেষে কে যেনো অগোচরে বলে গেলো
পরজনমে দেখা হবে আবার।
তুমি শুকতারাটির পাশেই থেকো ,
আমিও আসছি এইতো একটুক্ষণ।