রাজীব মুন্সী,রংপুর জেলা প্রতিনিধিঃ-
রংপুর জেলার পীরগাছা থানায় আগের চেয়ে কমেছে অপরাধ পুলিশের অভিযানে ও ধরপাকড়ের ফলে কমেছে অনেক অপরাধ নৈতিকতা আর মূল্যবোধ অবক্ষয়ের ফলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে নিজেদের মাঝে সমস্যা – পারিবারিক সমস্যার ফলে পীরগাছায় নানা অপরাধ বৃদ্ধি পাচ্ছে, সন্তান হয়ে মা কে নির্যাতন, মেয়ে বাবা কে ছুরি আঘাত, স্ত্রী প্রতি নির্যাতন, বিবাহ বিচ্ছেদ, ছোট শিশু কে ধর্ষন , শিক্ষক ছাত্র কে অশ্লীল কু-প্রস্তাব, সবচেয়ে বেশী জমি জমার জন্য নিজেদের মধ্যে মারামারির ঘটনায় অভিযোগ হচ্ছে বেশী এ বিষয়ে পীরগাছা থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান মাসুম আমাদের জানান আমরা প্রতিনিয়ত অপরাধ দমনে সর্বক্ষন কাজ করছি, আমার বিট পুলিশ অফিসার সর্বদা মানুষের পাশে থেকে কাজ করছে। কিন্তু জনগন সামান্য বিষয়কে বড় ধরনের সমস্যা সৃষ্টি করছে, যার ফলে ছোট বিষয় টা বড় আকার ধারণ করছে। পুলিশ প্রতিনিয়ত তার কার্যক্রম বহাল রাখছে তারপর ও বিভিন্ন অপরাধীরা নানা কৌশলে তাদের অপরাধ করে। আমরা প্রতিবেদনের সার্থে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে বিভিন্ন ভর্তি হওয়া মারামারি রোগীদের সাথে কথা বলে নিশ্চিত হই যে তাদের বেশি ভাগেই জমিজমা সংক্রান্ত জেড়ে নিজেদের মধ্যে মারামারি করে মেডিকেলে ভর্তি। সবচেয়ে অপরাধ প্রবন এলাকা পীরগাছার ছাওলা ইউনিয়ন, জমিজমা, টাকার লেনদেন, বালু উত্তলন, জুয়া, মাদক, সন্ত্রাসী, সহ সব ধরনের অপরাধ বেশি হচ্ছে ছাওলা ইউনিয়নে, এই এলাকায় বিট পুলিশের অফিসার হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছে উপ পুলিশ পরিদর্শক এস আই সামিউল, এ এস আই রশিদুল দীর্ঘ দিন থেকে একই এলাকায় থাকার ফলে স্থানীয় লোকজন নেতা কর্মীদের সাথে ভালো পরিচিত হওয়াতে, অনেক ক্ষেত্রে পার পাচ্ছে অপরাধী, অন্যদিকে বিপরীত চিত্র কান্দি ইউনিয়নে এক সময়ের অপরাধের আস্তানা ছিল এই এলাকাটি কিন্তু বিট পুলিশের সাফল্য অভিযানে কমেছে অনেক অপরাধ শতভাগ মাদকওজুয়া মুক্ত করে সাড়া ফেলেছে এলাকায়। স্থানীয় আওয়ামী লীগের এক নেতা জানায় আগে আমাদের এই এলাকাতে অনেক বেশী অপরাধ হতো কিন্তু এই পুলিশ আসার ফলে অনেক কমেছে শান্তির এলাকার সুনাম পেয়েছে কান্দি আর পেছনে সবচেয়ে বেশি কাজ করছে ওই ইউনিয়নের বিট পুলিশের অফিসার ফারুক আহমেদ।তার দুরদৃষ্ট পদক্ষেপে ফলে সম্ভব হয়েছে বলে জানান স্থানীয় লোকজন ও ইউনিয়ন পরিষদ সদস্য রাজনৈতিক নেতারা। এছাড়াও সবচেয়ে বেশি অপরাধ ও অভিযোগের ইউনিয়ন পীরগাছা সদর ,এ ইউনিয়ন বিটের এস আই মাসুম,এস আই আনিছ,সহ অনন্যরা তাদের অভিযানে অনেকটায় কমিয়ে এসেছে অপরাধ। এছাড়া অন্য সব ইউনিয়ন গুলো তে কিছু বিষয় থাকলেও তা স্বাভাবিক রাখতে কাজ করছে স্ব স্ব পুলিশের বিট অফিসার , একেবারে একটি এলাকার মানুষ কে সহজে সচেতন করা সম্ভব না,পরিবেশ পরিস্থিতি মানুষের পরিবর্তন করে। মূলত আমাদের উচিৎ নিজেদের মানুষিকতার পরিবর্তন করা তাহলেই কমে যাবে সমাজের সব অপরাধ। বলেন পীরগাছা সরকারী কলেজের সমাজ বিজ্ঞানের শিক্ষক আব্দুল ওহাব
Leave a Reply