সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
জুতোর সোলে লুকিয়ে সোনা পাচারের চেষ্টা। তার আগেই কোটি টাকার সোনা সহ ২ জনকে গ্রেফতার করলো ডিআরআই। ধৃতদের নাম সোনাউল্লাহ সিকদার (৩৪) এবং দিবাকর দাস (৪৬)। সোনাউল্লাহ আসাম ও দিবাকর বিহারের কাটিহারের বাসিন্দা। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিআরআই টিম পশ্চিমবঙ্গের তুফানগঞ্জের রায়ডাক সেতুর কাছে অভিযান চালায়। সেই সময় বাইকে করে যাচ্ছিল সোনাউল্লাহ। সন্দেহের ভিত্তিতে ডিআরআই বাইক আটক করে তল্লাশি চালায়। সেই সময় সোনাউল্লাহ সিকদারের জুতোর সোলের মধ্যে পাওয়া যায় ১৬ পিস সোনার বিস্কুট। তাকে জিজ্ঞাসাবাদ করে দিবাকর দাসের নাম সামনে আসে। এদিকে দিবাকর ট্রেনে করে এক পিস সোনা নিয়ে ডালখোলায় যাচ্ছিল তা জানার পরই ডিআরআই এর আরেকটি টিম এনজেপি স্টেশনে রাজধানী এক্সপ্রেসে অভিযান চালিয়ে দিবাকরকে আটক করে। তার কাছ থেকে উদ্ধার হয় এক পিস সোনা। ডিআরআই সূত্রে প্রকাশ, সোনা পাচারের ঘটনায় মাস্টারমাইন্ড দিবাকর দাস। ধৃত ২ জনের কাছ থেকে মোট ১৭ পিস সোনার বিস্কুট উদ্ধার হয়েছে। যার ওজন ২ কিলোগ্রামের বেশি। বাজারমূল্য প্রায় ১ কোটি ৪৮ লক্ষ টাকা। উদ্ধারকৃত সোনা বাংলাদেশ থেকে নিয়ে আসা হয়েছিল। ধৃতদের বুধবার শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে। ২জনকে ১৪ দিনের হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।
Leave a Reply