সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
রাগের মাথায় বন্ধুকে হাতুড়ি মেরে খুন করলেন বন্ধু। ঘটনাটি ঘটেছে ভারতের মুম্বইয়ের বোরিভালিতে। পুলিশ অভিযুক্ত যুবক রামপুকার সাহানিকে গ্রেফতার করেছে। জানা যায়, মৃত এবং খুনের অভিযুক্ত দুজনেই একসঙ্গে কাজ করতেন। দুজনের মধ্যে ভাল বন্ধুত্বও ছিল। রামপুকার সাহানি (৩০) ও অজিত কুমার সাহানি(৩৩) পেশায় দুজনেই নির্মাণকর্মী। থাকতেন মুম্বইয়ে। শনিবার সকালে দুজনের মধ্যে কোনও কারণে ঝগড়া শুরু হয়। সেই সময়ই রাগের মাথায় হাতুড়ি তুলে অজিতের মাথায় আঘাত করেন রামপুকার। প্রত্যক্ষদর্শীদের দাবি, ভারী হাতুড়ি দিয়ে অজিতের মাথায় একাধিক বার আঘাত করা হয়। ঘটনাস্থলেই অজিতের মৃত্যু ঘটে। এই ঘটনা ঘটিয়েই নির্মাণ স্থল ছেড়ে পালান রামপুকার। পরে পুলিশ তাঁকে বোরিভালি থেকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে ৩০২ ধারায় খুনের মামলা রুজু করেছে পুলিশ।
Leave a Reply