রাজীব মুন্সী, রংপুর জেলা প্রতিনিধিঃ-
পীরগাছায় অটো ছিনতাইয়ের সময় জনতার হাতে দুই ছিনতাইকারী আটক
রাজীব মুন্সী রংপুর জেলা প্রতিনিধিঃ রংপুরের পীরগাছায় ১১জুন শনিবার রাতে অটোরিকসা ছিনতাই কারী কে আটক করে পীরগাছা থানার পুলিশ। পীরগাছা থানা সূত্রে জানাযায় ছিনতাইকারী চক্রটি বিভিন্ন সময় পীরগাছা কাউনিয়া সুন্দরগঞ্জ মাহিগজ্ঞ এলাকায় কৌশলে চালক কে যাত্রীবেশে দৌড়ের গন্তব্যের ভাড়া ঠিক করে বিভিন্ন জায়গা থেকে পথে মধ্যে যাত্রীবেশে চক্রের অন্য সদস্যরা উঠে পড়ে। এবং ফাঁকা নির্জন এলাকা বুঝে সুযোগ করে কিছু খাবার দিয়ে , বা অজ্ঞান করার ঔষধ দেয় আর সেটাতো যদি কাজ না হয় তাহলে চালকে জীবন নিতেও কালক্ষেপন করে না। সামান্য একটি অটোরিকশার জন্য যে কারো জিবন নিতে পাড়ে এই চক্রের সদস্যরা। তাই অনেক সময় নিরুপায় হয়ে সর্বশ হারায় অনেক চালক ।১১তারিখ শনিবার রাতে পীরগাছা থানাধীন ভাইয়ের হাটে আরিফ মিয়া (২০)পিতা মোঃ গোলজার হোসেন সাং: কুতুব বাঁশ কৈকুরি পীরগাছা ও সাইফুল ইসলাম পিতা: লাল মিয়া
বিদ্যানন্দ গ্রামের রাজারহাট থানা কুড়িগ্রাম জেলা। দুই জন মিলে সুন্দরগঞ্জ সাং:পশ্চিম পরান ১০নং শান্তিরাম ইউনিয়ন মোহম্মদ খায়রুল ইসলাম পিতা:মেসের আলী মন্ডল কে কাউনিয়া যাবার জন্য রিকশা ভারা ঠিক করে। ভাইয়ের হাট যাবার পর ছিনতাইকারী অটো চালকের কাছ থেকে অটো নেওয়ার চেষ্টা করলে, চালকের চিৎকার শুনে স্থানীয় লোকজন এসে ছিনতাইকারীদের আটক করে
পরে পীরগাছা থানার পুলিশ গিয়ে উদ্ধার করে আটক করা ছিনতাইকারীদের থানায় শোপদ্ধকরেন পীরগাছা থানার অফিসার ইনচার্জ মাসুমুর রহমান মাসুম আমাদের জানান তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের মামলা নেওয়া হয়েছে, তিনি আরো জানান আসামিরা দীর্ঘ দিন যাবত এধরনের অপরাধ করে আরচ্ছে। সকলকে সচেতন হবার কথা বলে তিনি।
Leave a Reply