মোঃ রাজিব মুন্সী,রংপুর জেলা প্রতিনিধিঃ
কর্মসূচির মধ্যে আলাইকুমারি নদীর উপর ব্রীজ ঢালাই, আগুনে বাড়ি পুড়িয়ে যাওয়া ও ঘুর্ণিঝড়ে ঘরবাড়ি লন্ডভন্ড হওয়া সহ বিভিন্ন রকম ক্ষতিগ্রস্থদের মাঝে দুই লক্ষ দশ হাজার টাকার চেক বিতরণ, আটাইশটি পরিবারের মাঝে তিন হাজার টাকা ও ঢেউটিন বিতরণ এবং ১৬০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ এবং তিন দিনব্যাপী কৃষি মেলা (২০২৩)-এর শুভ উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ করতে সকল নেতাকর্মীকে আহবান ও একখণ্ড
জমি যেন পড়ে না থাকে সে জন্য সকলকে গাছ লাগানোর নিবেদন জানিয়ে বিভিন্ন রকম সমস্যা সমাধানের বিষয় নিয়ে আলোচনা করেন।
দেশ, জাতি ও সমাজের বিভিন্ন রকম উন্নয়ন মুলুক কর্মকাণ্ডের প্রতি সোচ্চার হয়ে দলমত নির্বিশেষে মানুষের পাশে দাড়িয়ে কাজ কারার জন্য সকলকে বিশেষ ভাবে আহবান জানান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু নাসের শাহ মোঃ মাহবুবার রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান আরিফুল হক লিটন, সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, কৃষিবিদ উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হাবিবুর রহমান,
উপজেলা আওয়ামী লীগের সভাপতি তসলিম উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মাহমুদ মিলন, জেলা পরিষদের সদস্য আব্দুল হান্নান মিয়া, পীরগাছা থানা অফিসার ইনচার্জ মাসুমুর রহমান। এছাড়াও উপজেলার সকল দপ্তরের অফিসার বৃন্দ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ এবং আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী বৃন্দ সেখানে উপস্থিত ছিলেন