মুসাহিদ আহমেদ,স্টাফ রিপোর্টারঃ-
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে লাকসাম উপজেলার ০৮নং লাকসাম পূর্ব ইউনিয়নে (১৯জুন) রোজ সোমবার সকাল ১১ ঘঠিকার সময় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় ও তত্ত্বাবধানে সংশ্লিষ্ট স্থানীয় জনপ্রতিনিধি ও ইউনিয়ন পর্যায়ের কমিটির সহযোগিতায় ভিজিএফের ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কার্যালয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে সুষ্ঠুভাবে চাল বিতরণ করেন ০৮নং লাকসাম পূর্ব
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আলী আহম্মেদ সাহেব।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ট্যাগ অফিসার জনাব মোঃ শাহাদাত হোসেন, পরিষদের সচিব জনাব মোঃ মহিউদ্দিন সাহেব, সহকারী সচিব জনাব মোঃ মাহবুবুল আলম (তানভীর) ইউপি সদস্যগন ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আলহাজ্ব আলী আহম্মেদ জানান, স্বাস্থ্যবিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে ইউনিয়নের নয়টি ওয়ার্ডে ১১৬৭টি হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে।
এ সময় তিনি আরো বলেন, সরকারের যে কোনো উপহার আমার ইউনিয়নের হতদরিদ্র মানুষদের মাঝে যথাসময়ে বণ্টন করে দেই। কোনো গরীব-দুস্থ ব্যক্তিকে সরকারের এই কর্মসূচি থেকে বঞ্চিত করা হয় না। ইউনিয়নের কেউ না খেয়ে থাকবে না। সকল হতদরিদ্রের মাঝে সমান ও সুষ্ঠুভাবে ভিজিএফ চাল বিতরণ করা হয়েছে