সাজ্জাদ আহমেদ খোকন,স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর এর নির্দেশনা মোতাবেক ঢাকা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
১৯ জুন সোমবার ঢাকা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা, উপজেলা ও ক্লাব- সমিতির কার্যালয় কর্তৃক বৃক্ষরোপণ করা হয়।
উক্ত কর্মসূচির আওতায় আনসার -ভিডিপির জেলা,উপজেলা ও ক্লাব সমিতির নিজস্ব প্রাঙ্গন এবং এর নিকটবর্তী সরকারি রাস্তার ধারে গাছের চারা লাগানো হয়।প্রতিটি উপজেলা কার্যালয় ও আনসার ভিডপি ক্লাব- সমিতিতে একই কর্মসূচী পালিত হয়। এই কর্মসূচির আওতায় ফলজ,বনজ ও ভেষজ বৃক্ষের চারা রোপন করা হয়। উক্ত কর্মসূচিতে অত্র জেলার জেলা কমান্ড্যান্ট মোঃ আলমগীর শিকদার, সার্কেল অ্যাডজুট্যান্ট মোহাম্মদ জহিরুল ইসলাম, সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মমিন উদ্দিন এবং বিভিন্ন পদবীর কর্মকর্তা – কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
Leave a Reply