কলমে -জান্নাতুল আরেফ মিথিলাঃ-
মায়ের মৃত লাশ আমি দেখতে পারিনি,এযে পাহাড় সমান বিশাল যন্ত্রণা, আমাকে প্রতিনিহত ক্ষত, বিক্ষত করে,আমি ঘুমুতে পারি না?
এভাবে আমাকে ছেড়ে চলে যাওয়া, আজো আমি মেনে নিতে পারিনি, রাত যতই গভীর হয়, আমার শান্ত দুটি আঁখি অশ্রু সিক্ত হয়ে, বালিশ ভিজে যায়।
আমি ঘুমুতে পারি না?
গভীর রাতে জানালায় দাঁড়িয়ে, অশ্রু সিক্ত দুটি চোখে অপলক দৃষ্টিতে তাকিয়ে, আকাশের ঐ তাঁরার সাথে কথা বলি, আর চোখের জলে বুক ভেসে যায়।
আমি ঘুমোতে পারি না?
বাবাকে হারিয়েছি সেই অনেক বছর আগে,মাকে হারিয়ে অবহেলিত আমি, আপন মানুষদের নিষ্ঠুরতা মনে পড়ে যায়, আমি ঘুমুতে পারি না?
কেনো মা, হাতে তুলে দিয়ে গেলে খাতা কলম,গভীর রাতে নির্ঘুম চোখে, লিখতে বসে ভোর হয়ে যায়।
আমি ঘুমুতে পারি না?
মায়ের স্মৃতি যখন মনে পড়ে, দিশে হারা হয়ে অবুঝ শিশুর মতো মা মা বলে ডাকি, আর কাঁদতে থাকি,জানি আমার ডাকে সাড়া দেবে না, তবু শূন্য অবুঝ মনকে সান্তনা দেই আমি ঘুমুতে পারি না?
জান্নাতুল আরেফ চৌধুরী
যদিও বা সকলের কাছে গল্প কিন্তু আমার কাছে আমার বাস্তব জীবনের ঘটে যাওয়া কিছু স্মৃতি যা আমাকে প্রতি নিহত ক্ষত বিক্ষত করে ঘুমুতে দেয় না।
Leave a Reply