আহসান হাবীব স্টাফ রিপোর্টার
দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ৫৮ বছর বয়সী মোঃ ইউছুপ রোগ থেকে মুক্তির জন্য সহযোগিতা চান। তিন সন্তানের জনক মোঃ ইউছুপ নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫নং চরজুবিলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত চৌধুরী মিয়ার পুত্র।
কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করতেন মোঃ ইউছুপ।কিন্তু গত আটমাস ধরে তিনি ক্যান্সারের সাথে লড়াই করছেন। ইউসুফ রোগ মুক্তি লাভ করে সুস্থ হয়ে বাঁচতে চান। এক ছেলে এবং দুই মেয়ে রয়েছে ইউসুফের।
ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে ইউসুফ কাজ করতে পারছেন না। ভয়াবহ এই রোগের চিকিৎসা ব্যয়বহুল হওয়ায় চিকিৎসা খরচ মিলাতে পারছে না। যার কারণে তিনি বাঁচার জন্য সমাজ ও রাষ্ট্রের বিত্তবান লোকদের সহযোগিতা চান।
যদি কোন বিত্তবান হতদরিদ্র ইউসুফ কে সাহায্য করেন, তাহলে তার চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব।
সাহাব উদ্দিন (রোগীর জেঠাতো ভাই) বিকাশ 01821047812