আঃ হামিদ, মধুপুর টাঙ্গাইল প্রতিনিধিঃ-
টাঙ্গাইলের মধুপুর পৌরসভার কয়েকটি ওয়ার্ডের রাস্তার কাজের শুভ উদ্বোধন করেন মধুপুর পৌরসভার মেয়র মো. সিদ্দিক হোসেন খান। আজ রবিবার মধুপুর পৌর সভার ৫ নং ওর্য়াডের ভাই বোন বাসা বাড়ি মার্কেটের রাস্তার কাজ, উত্তরা আবাসিক এলাকার রাস্তার কাজ,৩ নং ওর্য়াডের সাংবাদিক রউফ এর বাড়ী হতে মাদ্রাসা পর্যন্ত রাস্তার ডালাইয়ের কাজ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি এর বাড়ী হতে মসজিদ পর্যন্ত রাস্তার ডালাইয়ের কাজ, ৪ নং ওর্য়াডের ডাক্তার বাড়ী হতে সাখাওয়াত কমিশনারের ( সাবেক) বাড়ি পর্যন্ত ডালাইয়ের কাজ ৮ নং ওয়ার্ডের অলিপুর গ্রামের রাস্তার কাজ খনন, বেশর কমিশনারের বাড়ি হতে পানির পাম্প এর আগ পর্যন্ত রাস্তার ডালাইয়ের কাজ এবং ৯ নং ওর্য়াডের গোপালপুর সড়ক হতে গোপদ হাসনই এলাকার মো. তুলার বাড়ীর আগ পর্যন্ত রাস্তার ডালাইয়ের কাজের শুভ উদ্বোধন করা হয়।এসময় পৌরসভার প্যানেল মেয়র জাকিরুল হক ফারুক, বেশর আলী ফকির সহ সংস্লৃিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর গন সহ গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্হিত ছিলেন।