সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
শনিবার (১৫ জুলাই ) আসামরাজ্যের গুয়াহাটিতে অবৈধ সোনা চোরাচালানকারীকে গ্রেফতার করল মহানগর পুলিশ। বিশেষ পুলিশের দল অভিযান চালিয়ে গুয়াহাটিতে সন্দেহভাজনদের কাছ থেকে ৫•৮৫ গ্রাম সোনা এবং নগদ ২২ লক্ষ ৭০ হাজার টাকা উদ্ধার করে। অভিযানে চোরাকারবারীদের ব্যবহৃত একটি হুন্ডাই আই-২০( এমএল ০৫ ইউ ১২১৬) বাজেয়াপ্ত করেছে এসটিএফ। খানাপাড়া থেকে গোপন সংবাদের ভিত্তিতে গাড়িটিকে ধাওয়া করে এসটিএফ দল। লালগণেশে একটি মোটর সাইকেলে আসা আরোহীদল আই ২০ বাহন থেকে সোনা নিয়ে দ্রুতগতিতে সরেগিয়েছিল। তারপরে এসটিএফের দল জ্যোতিকুচিত এই বাহনটি আটক করতে সক্ষম হয়। বাহনে থাকা হিমাংশু পাল নামের গাড়িচালককে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় এসটিএফ বাহিনী ভারতীয় দন্ডবিধি ৩৭৯/৪১১ ধারার অধীনে ০৭/২০২২ নম্বরে একটি মামলা নথিভুক্ত করে এব্যাপারে তদন্ত চালিয়ে যাচ্ছে।
Leave a Reply