হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি-
হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন- সাবেক বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোহাম্মদ রাকিবুল ইসলাম প্রধান অতিথিকে শুভেচ্ছা স্বরুপ ক্রেস্ট প্রদান করেন এবং বিদ্যালয়ে তাঁর আগমনে কৃতজ্ঞতা জানান। বক্তৃতায় প্রধান অতিথি বলেন, 'বৃক্ষ হতে আমরা অক্সিজেন গ্রহণ করি, বৃক্ষ আমাদের নানা প্রয়োজন মেটায়, এজন্য আমাদের নিজ প্রয়োজনেই বেশি করে বৃক্ষ রোপন করা উচিত'
হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার শাহিদুল আলমের সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সম্পাদক ইউনুস গণি চৌধুরী, আওয়ামী লীগ নেতা মনজুরুল আলম চৌধুরী, ওসি মনিরুজ্জামান, চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুর আলম।
উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন শিকদার, শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সিরাজী, সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা তাসমিন আক্তার কাকলি, উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান, জোবরা পিপি স্কুল এন্ড কলেজের সভাপতি মোহাম্মদ হাসান এবং আজিমপাড়া গাউছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হাবিবুর রহমান রাজু এতে অতিথি ছিলেন।
বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক, বিদ্যালয়ের শিক্ষক, এসএমসি এবং বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতির জন্য সকলের প্রতি ধন্যবাদ জানিয়েছেন প্রধান শিক্ষক মুহাম্মদ আরিফুল ইসলাম।