সুজন চক্রবর্তী,আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ির সমরনগর বটতলা সংলগ্ন জামাইবাজার এলাকায় স্বামীকে খুনের অভিযোগে গ্রেফতার স্ত্রী, শ্যালিকা এবং স্ত্রীর বান্ধবী। গ্রেফতারকৃতরা হলেন যথাক্রমে সুমিত্রা রায় ঘোষ (২৬), সুচিত্রা বর্মন (২৫) এবং নন্দনা রায় (২৪)। সোমবার (২৪ জুলাই ) সকালে ঘরের ভেতর থেকে তপন ঘোষের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবার ও এলাকার বাসিন্দারা অভিযোগ করেন তপনকে তার স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীয়ের বান্ধবী মিলে খুন করে ঝুলিয়ে দিয়েছে। এই নিয়ে ক্ষোভ ও প্রকাশ করেন পরিবারের সদস্যরা। এরপর সন্দেহের ভিত্তিতে পুলিশ প্রথমে মৃতের স্ত্রী, শ্যালিকা ও স্ত্রীয়ের বান্ধবীকে আটক করে নিয়ে যায়। পরে প্রাথমিকভাবে মামলার তদন্ত করে তিনজনকে গ্রেফতার করা হয়। মঙ্গলবার (২৫ জুলাই ) গ্রেফতারকৃতদের শিলিগুড়ি আদালতে প্রেরণ করা হয়েছে। ঘটনা আত্মহত্যা নাকি খুন ? গোটা ঘটনার তদন্তে পুলিশ।
Leave a Reply