সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
সিএসপি সেন্টারে ডাকাতি করতে এসে পিস্তল সহ একযুবক ডাকাত আটক। বুধবার (২৬ জুলাই ) আসামের রুপসীঘাটের পশ্চিম সিঙ্গিমারীতে এসবিআই এর সিএসপি সেন্টারে ডাকাতি করতে আসে একদল দুর্বৃত্তরা। পুলিশ আসার খবর পেয়ে ৮ জনের মধ্যে বাকিরা পালিয়ে গেলেও একজন ধরা পড়েন। পুলিশ লাতানি চাপড়ির জিয়াবুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত যুবকের নিকট থেকে পিস্তলসহ ৮টি তাজা বুলেট উদ্ধার করে। এনিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
Leave a Reply