1. admin@dailypratidinerbarta.com : admin :
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
সরকারের যেকোনো প্রজেক্টের পেছনে একটা সৎ উদ্দেশ্য থাকে- এসিল্যান্ড ফারজানা সমাবেশ থেকে ফেরার পথে বিএনপির ৩ নেতাকে কুপিয়ে জখম মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি পরিদর্শন রাজউক প্লান আর অনুমোদনহীন ভবনে ঝুকিপূর্ণ হয়ে উঠেছে নাসিক ৩ নং ওয়ার্ড সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ, দখলদারের বিরুদ্ধে ডেমরা থানা শ্রমিক দলের বিক্ষোভ মিছিল। একটি হারানো বিজ্ঞপ্তি ব্যাগিং পদ্ধতিতে আদা চাষে স্বপ্ন বুনছে রানীশংকৈল উপজেলার আদা চাষিরা পীরগাছায় সাংবাদিকদের সাথে জামায়াতে ইসলামীর মতবিনিময়  মুন্সীগঞ্জে আজ থেকে যৌথ অভিযান অবৈধ অস্ত্র উদ্ধারে শুরু সেনাবাহিনী মুন্সীগঞ্জের কৃতি সন্তান ঢাকা রেঞ্জের ডিআইজি হলেন আওলাদ হোসেন পনির

আইফোন ১৪ কিনতে ৮ মাসের শিশুকে বিক্রি করলেন দম্পতি

  • আপডেট সময় : শুক্রবার, ২৮ জুলাই, ২০২৩
  • ২৪১ বার পঠিত

সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-

নিজেদের শখ মেটাতে গিয়ে একরত্তি শিশু সন্তানকে বিক্রি করে দিলেন বাবা- মা। শখ ছিল আইফোন ১৪ কিনে গোটা রাজ‍্যের ভ্রমণ কেন্দ্রগুলি ঘুরে রিল ভিডিও বানাবেন। কিন্তু ঘরে নুন আনতে পাত্তা ফুরায়। এমতাবস্থায় নিজেদের শখ পূরণের জন‍্য দম্পতি যা করলেন তা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পানিহাটির গান্ধীনগর এলাকার বাসিন্দা জয়দেব ঘোষ ও সাথী ঘোষ। তাদের ৭ বছরের এক কন‍্যা ও ৮ মাসের এক পুত্র সন্তান রয়েছে। দম্পতির বিরুদ্ধে অভিযোগ, গোটা রাজ‍্যের ভ্রমণ কেন্দ্রগুলি ঘুরে রিল ভিডিও বানানোর জন‍্য তাঁদের একটি আইফোন ১৪ দরকার ছিল। সেই কারণেই ৮ মাসের ওই শিশুকে বিক্রি করে দেয় তারা। সম্প্রতি জয়দেব ও সাথীর আচরণ দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাদের হাতে হঠাৎ করে চকচকে আইফোন দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। বিষয়টি প্রতিবেশীদের চোখে পড়তেই তাঁরা সাথীকে প্রশ্ন করে। প্রতিবেশীদের চাপের মুখেই ওই মহিলা স্বীকার করে তিনি ও তাঁর স্বামী মিলে যুক্তি করে আইফোন কেনার জন‍্য এক মহিলার কাছে শিশুটিকে বিক্রি করে দিয়েছেন। এমনকি ৭ বছরের কন‍্যা সন্তানকেও বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানতে পারেন প্রতিবেশীরা। খড়দার এক মহিলার কাছে ওই শিশুটিকে বিক্রি করা হয়। প্রতিবেশীদের মারফতে খবর যায় পুলিশের কাছে। পুলিশ খড়দা থেকে শিশুটিকে উদ্ধার করেছে। ইতিমধ্যেই অভিযুক্ত ওই দম্পতি ও ক্রেতা মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে অন‍্য কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। ধৃতদের আদালতে প্রেরণ করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২২ © দৈনিক প্রতিদিনের বার্তা ©
Theme Customized By Shakil IT Park