সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
নিজেদের শখ মেটাতে গিয়ে একরত্তি শিশু সন্তানকে বিক্রি করে দিলেন বাবা- মা। শখ ছিল আইফোন ১৪ কিনে গোটা রাজ্যের ভ্রমণ কেন্দ্রগুলি ঘুরে রিল ভিডিও বানাবেন। কিন্তু ঘরে নুন আনতে পাত্তা ফুরায়। এমতাবস্থায় নিজেদের শখ পূরণের জন্য দম্পতি যা করলেন তা অত্যন্ত লজ্জাজনক ঘটনা। ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার পানিহাটির গান্ধীনগর এলাকার বাসিন্দা জয়দেব ঘোষ ও সাথী ঘোষ। তাদের ৭ বছরের এক কন্যা ও ৮ মাসের এক পুত্র সন্তান রয়েছে। দম্পতির বিরুদ্ধে অভিযোগ, গোটা রাজ্যের ভ্রমণ কেন্দ্রগুলি ঘুরে রিল ভিডিও বানানোর জন্য তাঁদের একটি আইফোন ১৪ দরকার ছিল। সেই কারণেই ৮ মাসের ওই শিশুকে বিক্রি করে দেয় তারা। সম্প্রতি জয়দেব ও সাথীর আচরণ দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। তাদের হাতে হঠাৎ করে চকচকে আইফোন দেখে সন্দেহ হয় প্রতিবেশীদের। বিষয়টি প্রতিবেশীদের চোখে পড়তেই তাঁরা সাথীকে প্রশ্ন করে। প্রতিবেশীদের চাপের মুখেই ওই মহিলা স্বীকার করে তিনি ও তাঁর স্বামী মিলে যুক্তি করে আইফোন কেনার জন্য এক মহিলার কাছে শিশুটিকে বিক্রি করে দিয়েছেন। এমনকি ৭ বছরের কন্যা সন্তানকেও বিক্রি করে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে জানতে পারেন প্রতিবেশীরা। খড়দার এক মহিলার কাছে ওই শিশুটিকে বিক্রি করা হয়। প্রতিবেশীদের মারফতে খবর যায় পুলিশের কাছে। পুলিশ খড়দা থেকে শিশুটিকে উদ্ধার করেছে। ইতিমধ্যেই অভিযুক্ত ওই দম্পতি ও ক্রেতা মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনার সঙ্গে অন্য কোনও চক্র জড়িত রয়েছে কি না, তা খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। ধৃতদের আদালতে প্রেরণ করে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন পুলিশ।
Leave a Reply