সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধিঃ-
খোদ কেন্দ্রীয় মন্ত্রীকে ব্ল্যাকমেল করার চেষ্টা করতে গিয়ে শ্রীঘরে ভারতের রাজস্থানের ২ যুবক। তবে মূল অভিযুক্ত এখনও ধরাছোঁয়ার বাহিরে। জানা যায়, গতমাসে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ প্রতিমন্ত্রী প্রহ্লাদ প্যাটেলকে ভিডিও কল করে ফাঁদে ফেলার চেষ্টা করে একটি চক্র। প্রথমে মন্ত্রীর হোয়াটসঅ্যাপে ভিডিও কল করা হয়। সেটি রিসিভ করার সঙ্গে সঙ্গে চালিয়ে দেওয়া হয় পর্ন ভিডিও। প্রহ্লাদ প্যাটেল সঙ্গে সঙ্গে কেটে দেন। কিন্তু এরপর তাঁকে ফোন করে ওই কয়েক সেকেন্ডের ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয়। বাধ্য হয়ে কেন্দ্রীয় মন্ত্রী যোগাযোগ করেন দিল্লি পুলিশের কমিশনারের সঙ্গে। তদন্তে নেমে দিল্লি পুলিশ রাজস্থানের ভরতপুর থেকে মহম্মদ ভাকিল এবং মহম্মদ সাহেব নামের ২ যুবককে গ্রেফতার করে। তবে আরেক অভিযুক্ত সাবির পলাতক। তার খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে দিল্লি পুলিশ। জেরার মুখে অভিযুক্তরা জানিয়েছে, এই ধরনের প্রতারণার চক্র চালাত তারা। এদের মূল উদ্দেশ্য হল যৌনতার ফাঁদ বিছিয়ে মানুষকে বেকায়দায় ফেলে টাকা আদায় করা। কিন্তু মন্ত্রী শুরুতেই তাদের পরিকল্পনা ধরে ফেলেন। তারপরই পুলিশের হস্তক্ষেপে অভিযুক্তরা ধরা পড়ে যায়।
Leave a Reply