সুজন চক্রবর্তী, আসাম ( ভারত) প্রতিনিধি-
মহরমের শোভাযাত্রা চলাকালীন দুর্ঘটনা। তাজিয়ায় বিদ্যুতের তার লেগে তড়িদাহত হলেন অনেকে। এই ঘটনায় অন্তত ২ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ২২। ঘটনাটি ঘটেছে ভারতের গুজরাটের রাজকোট জেলার রসুলপাড়া এলাকায়। শনিবার (২৯ জুলাই ) বিকেলে সেখানে একদল মানুষ মহরম উপলক্ষে তাজিয়া নিয়ে বেরিয়েছিলেন। শোভাযাত্রা করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন তাঁরা। কিন্তু হঠাৎ রাস্তার উপরে বিদ্যুতের হাইভোল্টেজ তারের সংস্পর্শে আসে তাজিয়া। সঙ্গে সঙ্গে শোভাযাত্রার অনেকেই বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয় থানার ইনস্পেক্টর জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জনের মৃত্যু হয়েছে। তাঁরা হলেন জুনায়েদ মাজোঠি (২২) এবং সাজিদ সামা( ২৩)। আহত ২২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।