সুজন চক্রবর্তী, আসাম (ভারত) প্রতিনিধিঃ-
ররিবার (৩০ জুলাই ) দুপুরে ভারতের রাজধানী কলকাতায় এক মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গেছে। দক্ষিণ কলকাতার ঢাকুরিয়া ব্রিজ সংলগ্ন একটি মদের দোকানে মদ কিনতে এসেছিলেন সুশান্ত মন্ডল, নামে একব্যক্তি। ২৩ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায় ঐ ব্যক্তির সঙ্গে দোকানের কর্মীর প্রথমে কথা কাটাকাটি হয়, পরক্ষণেই শুরু হয় হাতাহাতি। দোকানের এক কর্মী দরজা খুলে এসে বেধড়ক মারধোর শুরু করেন পেশায় গাড়ির চালক ওই ব্যক্তিকে। মারের চোটে মৃত্যু হয় ঐ ব্যক্তির। জানা যায়, মাত্র ৫ টাকা না দিতে পারার কারণে সুশান্ত মন্ডলের উপর চড়াও হন মদের দোকানের ঐ কর্মচারী। মাত্র ৫ টাকা কম থাকার কারণে ওই ব্যক্তিকে পিটিয়ে মারেন মদের দোকানের কর্মচারী প্রবীর দত্ত ওরফে টিংকু। সিসিটিভিতে দেখা যাচ্ছে কথা কাটাকাটি হচ্ছে ২ জনের মধ্যে। তারপরেই দোকানের ওই কর্মী দরজা খুলে প্রথমে তাঁর হাত ধরে টানেন, তারপরেই মাথায় ও পিঠে বেধড়ক মারতে শুরু করেন। আশেপাশে উপস্থিত ব্যক্তিরা যেন নির্বিকার মার থামার আগেই বিষয়টি বেরিয়ে যায় হাতের বাইরে। পরে হাসপাতালে মৃত্যু হয় আক্রান্ত ব্যক্তি। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় ঢাকুরিয়ায়। ভাঙচুর করা হয় দোকান, অবরোধ করা হয় রাস্তা ও। তুমুল ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী। ঘটনাস্থলে হাজির হয় বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে প্রবীর দত্ত ওরফে টিংকু ও প্রসেনজিৎ বৈদ্যকে। তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা ও রুজু করা হয়েছে, পুলিশ তদন্ত শুরু করেছে।
Leave a Reply